এই মুহূর্তে জেলা

টোটোচালককে মারধরের অভিযোগ। হাওড়ার বেলগাছিয়ায় উত্তেজনা।

হাওড়া, ১৩ ফেব্রুয়ারি:- টোটোচালককে মারধরের অভিযোগ। হাওড়ার বেলগাছিয়ায় উত্তেজনা। ঘটনার তদন্তে নেমেছে ব্যাঁটরা থানার পুলিশ।জানা গেছে, গাড়ি নিয়ে ‘অন্য’ রুটে ঢুকছিলেন ওই টোটোচালক। এতেই তাঁর কপালে জোটে প্রহার। গলার সোনার চেন পর্যন্ত ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। হাওড়ার বেলগাছিয়া মোড় পেট্রোল পাম্পের সামনে শনিবার সকালে ঘটেছে ওই ঘটনা। এদিকে, ঘটনার তদন্তে নেমেছে ব্যাঁটরা থানার পুলিশ। জানা গেছে, স্বপন ঘোষ ( ২৪ ) নামের ওই টোটোচালক এদিন সকালে ম্যাজিক গাড়ির কিছু সরঞ্জাম কিনতে টোটো নিয়ে বেলগাছিয়ায় যাচ্ছিলেন। তাঁর টোটোর পিছনের যাত্রী আসনে বসেছিলেন গাড়ির দুই ড্রাইভার। এদেরকে যাত্রী ভেবে বেলগাছিয়া পেট্রোল পাম্পের সামনে স্বপনকে গাড়ি ঘোরাতে বলেন এক অটোচালক। স্বপনবাবু তাঁকে বলেন যে তিনি যাত্রী নিয়ে যাচ্ছেন না। এরা দুজনেই গাড়ির ড্রাইভার। বেলগাছিয়া এলাকার একটি দোকান থেকে তাঁরা ম্যাজিক গাড়ির কিছু সরঞ্জাম কিনতে যাচ্ছেন। স্বপনবাবুর অভিযোগ, এই কথা মানতে চাননি ওই অটোচালক।

এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। সেই সময় ওই অটোস্ট্যান্ড এলাকা থেকে আরও কয়েকজন সেখানে এসে অটোচালকের পক্ষ নিয়ে তাঁকে হুমকি দিতে শুরু করেন। স্বপনবাবু জানান, তাঁকে সেখানে মারধর করা হয়। তাঁর গলার সোনার চেন পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয়। স্বপন বলেন, এরপর আমরা স্থানীয় ট্রাফিককে গোটা ঘটনার কথা জানাই। তারপর ব্যাঁটরা থানায় অভিযোগ জানাই। হাওড়া জেলা হাসপাতালে মেডিকেল পরীক্ষা করাই। স্বপন বলেন, আমি বারবার বলেছিলাম আমি প্যাসেঞ্জার নিয়ে সালকিয়া যাচ্ছিনা। আমরা তিনজন গাড়ির পার্টস কিনতে যাচ্ছি। গাড়িতে যারা রয়েছে এরাও প্যাসেঞ্জার নন। গাড়ির ড্রাইভার। কিন্তু ওরা সেকথা মানতে চায়নি। অভিযোগ পেয়ে ব্যাঁটরা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।