এই মুহূর্তে জেলা

মেদিনীপুর থেকে বিধানসভা নির্বাচনে পরিবর্তনের ডাক দিলেন দিলীপ ঘোষ।

পশ্চিম মেদিনীপুর , ১৩ ফেব্রুয়ারি:- আগামী বিধানসভা ভোট কে পাখির চোখ করে বাংলা দখলের মরিয়া হয়ে পড়েছে গেরুয়া শিবির। এবার সাধারণ মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুরু হয়েছে বিজেপির পরিবর্তনের ট্যাবলো। এই পরিবর্তনের ট্যাবলো যাত্রার মাধ্যমে গ্রামগঞ্জে ঘুরে পরিবর্তনের বার্তা দেবেন বিজেপি নেতৃত্ব, সেই লক্ষ্যেই গত তিনদিন আগে থেকেই শুরু হয়েছে এই পরিবর্তনের যাত্রা। শনিবার পশ্চিম মেদিনীপুরের কেরানিচটি থেকে আগামী বিধানসভা নির্বাচনে পরিবর্তনের পরিবর্তন করার ডাক দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন পশ্চিম মেদিনীপুরে বিজেপির পরিবর্তন যাত্রার চতুর্থ দিনে মেদিনীপুরের কেরানিচটি থেকে সুচনা হয় পরিবর্তন যাত্রার।

এদিন পরিবর্তন যাত্রা জঙ্গলমহল এলাকায় পরিক্রমা করবে বলে দলীয় সুত্রে জানা যায়। এদিনের যাত্রা কেরানিচটি, ভাদুতলা, শালবনী, চন্দ্রকোনা রোড, গড়বেতা, রসকুন্ডু হয়ে চন্দ্রকোনা টাউন পর্যন্ত হবে। যে যাত্রায় উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ। এদিন কেরানিচটি এলাকায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ দিলীপ ঘোষ বলেন যেভাবে বাংলায় হিংসা তৈরি হয়েছে এবং উন্নয়নের নাম করে বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে তৃণমূল তার থেকে বাংলাকে বাঁচাতে এবার বাংলায় পরিবর্তন আনতে হবে। পাশাপাশি কৃষি আইনের সম্বন্ধে ও সুর শোনা গেল দিলীপ ঘোষের গলায়, তিনি বলেন রাজ্য সরকার বাংলার চাষীদের কেন্দ্রের কৃষক প্রকল্প থেকে বঞ্চিত করছে, তাই আগামী দিনে কৃষকদের স্বার্থে বাংলায় পরিবর্তন আনতে হবে।