এই মুহূর্তে জেলা

শঙ্খধ্বনি যাত্রার মধ্য দিয়ে ক্ষমতায় আসার লড়াই শুরু করে দিল মহিলা যুব তৃণমূল কর্মীরা ।


বাঁকুড়া, ১১ ফেব্রুয়ারি:- 2021 বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা মাস তারপর এই রাজ্যে নির্বাচনের দামামা বেজে উঠবে। কিন্তু তার আগেই বড়জোরা বিধানসভাকে নিজেদের দখলে রাখতে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন যুব তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা। বৃহস্পতিবার বড়জোড়া ব্লকের বেলিয়াতোড়ে শঙ্খ ধ্বনি যাত্রার মধ্য দিয়ে একুশে বিধানসভা নির্বাচনে বড়জোরা বিধানসভায় তৃণমূলকে ক্ষমতায় নিয়ে আসার লড়াই শুরু করে দিলেন তারা। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অর্চিতা বিদের নেতৃত্বে যুব তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা শঙ্খ ধ্বনি যাত্রা কর্মসূচি পালন করলেন। যেখানে প্রায় হাজার খানেক মহিলা তৃণমূল কর্মী সমর্থক অংশগ্রহণ করেছিলেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সাধারণ মানুষের মনের মধ্যে এখনো আশা ভরসা রয়েছে তা আরো একবার আজ প্রমাণিত হলো। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অর্চিতা বিদ বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, বছরে একবারই রথ হয় যেটা মহেশের রথ যেখানে জগন্নাথ দেব বিরাজ করে। পাশাপাশি তিনি বলেন আজকের এই শঙ্খধ্বনি যাত্রার মধ্য দিয়ে সমস্ত স্তরের মহিলা কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী তৈরি করতে শপথ গ্রহণ করলেন। এছাড়াও বিজেপি নামক অশুভ শক্তির কুদৃষ্টি যাতে বাংলার মানুষের উপর না পড়ে তার জন্যই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান । উপস্থিত ছিলেন বড়জোরা পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল পোড়েল প্রমুখ৷