এই মুহূর্তে জেলা

নিয়ন্ত্রণ হারিয়ে ধান জমিতে যাত্রীবাহী বাস, আহত ৩০ জন , চাঞ্চল্য গোয়ালতোড়ে !

পশ্চিম মেদিনীপুর , ১০ ফেব্রুয়ারি:- নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গেল রাস্তার পাশে থাকা প্রায় দশ ফুট নিচের একটি ধান জমিতে। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বুধবার বেলা প্রায় সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার পাটাশোল এলাকায়। ওই ঘটনায় আহত কমবেশি প্রায় ৩০ জন। তবে ঘটনায় এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর নেই। আহতদের উদ্ধার করে স্থানীয় কেওয়াকোল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। খবর পেয়েই ঘটনাস্থলে আসে গোয়ালতোড় থানার পুলিশ। স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন সাড়ে দশটা নাগাদ খাতড়া চন্দ্রকোনা রোড রুটের রাখালসখা নামের একটি বাস খাতড়া থেকে চন্দ্রকোনা রোড়ের দিকে দ্রুত গতিতে যাচ্ছিল। সেই সময় গোয়ালতোড়ের পাটাশোলের সামনে রাজ্য সড়কের উপর থাকা একটি গর্তের উপর পড়তেই বাসের চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেই সাথে সাথে রাস্তার পাশেই থাকা প্রায় দশ ফুট নিচের একটি ধান জমিতে উলটে যায়। যাত্রীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগায়। তারাই খবর দেয় গোয়ালতোড় থানায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় কেওয়াকোল হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। তবে এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর নেই। স্থানীয়া আশঙ্কা প্রকাশ করে যে গাড়ির নীচে অনেকেই চাপা হয়ে থাকতে পারে। পরে পুলিশ জেসিবি গাড়ি নিয়ে এসে তা পরীক্ষা করে দেখেন সেখানে কেউ চাপা নেই। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কা জনক। তাদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দ্রুতবেগে একটি গাড়িকে ওভারটেক করতে যাচ্ছিল। সেই সময় রাস্তাতে পাইপ দিয়ে সেচের জল পারাপারের জন্য খুড়া গর্তে বাসটিপড়তেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তাতেই বাসটি উল্টে যায়। তারা আরো জানিয়েছেন ঘটনার মিনিট ৫ আগেই ওইখানেই কয়েকজন মজুর ধান রোপন করছিলেন। মিনিট ৫ আগে এই ঘটনাটি ঘটলে পরিনাম আরো ভয়াবহ হতো। ওই বাস দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো। তিনি ঘটনাস্থলে দাঁড়িয়ে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। গোয়ালতোড় থানার পুলিশ বাসটিকে আটক করেছে। সেই সঙ্গে কি কারণে ওই দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছে।