এই মুহূর্তে কলকাতা

রাজনৈতিক জীবনে এবারের বিধানসভার বাজেট তার কাছে নজিরবিহীন – আব্দুল মান্নান

কলকাতা , ৮ ফেব্রুয়ারি:- দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে এবারের বিধানসভার বাজেট অধিবেশন তার কাছে নজিরবিহীন বলে বিরোধী দলনেতা আব্দুল মান্নান মন্তব্য করেছেন। আজ চলতি বাজেট অধিবেশনের শেষ দিনে কংগ্রেস পরিষদীয় দলের তরফে ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখার সময় তিনি বলেন রাজ্যপালের ভাষণ ছাড়াই যেভাবে বাজেট অধিবেশন করা হলো তা অগণতান্ত্রিক। গত কয়েকটি অধিবেশনে বিরোধীদের যেভাবে গুরুত্বহীন করে রাখা হলো তা অসংসদীয় বলেও তিনি মন্তব্য করেন।

তার বক্তব্যকে সমর্থন করে দলত্যাগ এবং দলত্যাগীদের ভিড়ে বিধানসভা অনেকটাই কলঙ্কিত হয়েছে বলে বাম পরিষদ নেতা সুজন চক্রবর্তী জানান। এর আগে নির্বাচনের আগে রীতি মেনে শেষ অধিবেশনের শেষ দিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভার সদস্যদের সঙ্গে আনুষ্ঠানিক ভাবে ফটোসেশন সেরে প্রত্যয়ের সঙ্গে আমি আবার ফিরে আসবো বলে মন্তব্য করেন। ও গণতন্ত্রের অভিযোগ তুলে ফটোসেশন বিরোধী বাম এবং কংগ্রেস বয়কট করলেও বিজেপি সদস্যরা তাতে অংশ নেন।