এই মুহূর্তে জেলা

খেলা হবে স্লোগানকে সামনে রেখে রেখে মিছিল করলো শতাব্দী রায় ও সুজাতা মন্ডল খাঁ আরামবাগে

হুগলি , ৭ ফেব্রুয়ারি:- খেলা খেলা, খেলা হবে এটাই এখন তৃণমূলের মূল শ্লোগান হয়ে দাঁড়িয়েছে সর্বত্র। তৃণমূলের কর্মসূচিতে এই শ্লোগান শহরের পাশাপাশি জেলাতেও দেখা যাচ্ছে। আরামবাগেরও দেখা গেলো একই ছবি। এদিন আরামবাগের কালিপুর থেকে বাসুদেবপুর মোড় পর্যন্ত কেন্দ্রীয় কৃষি বিলের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করে তৃণমূল। সেই মিছিলে অংশ নেয় তৃণমূলের সহ সভাপতি শতাব্দী রায় ও সুজাতা মন্ডল খাঁ। তৃণমূলের সেই মিছিল কর্মসূচির শুরু ও শেষ পর্যন্ত একটাই শ্লোগানে মাতলেন, ‘খেলা খেলা, খেলা হবে। কোথায় তৃণমূল কর্মীরা শ্লোগান দেয়, আবার কোথাও ডিজে বক্স বাজিয়ে চললো এই শ্লোগান। আর সঙ্গে সমর্থকদের নাচ।

অন্যদিকে শতাব্দীকে দেখতে অসংখ্য মানুষ রাস্তার ধারে ভীড় জমায়। গত ২৮ জানুয়ারি আরামবাগে মিছিল করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার পর ২ ফেব্রুয়ারি মিছিল করে বাম নেতা মহম্মদ সেলিম। তার পরই তৃণমূলের এই মিছিল, পাল্টা বলে মনে করছেন রাজনৈতিক মহল। বাম, বিজেপির কর্মসূচীর পর সকলেই একে অপরকে আক্রমণ করলেও এদিন আরামবাগে কোনো বক্তব্য রাখেননি শতাব্দী রায়। কর্মসূচি শেষ হবার আগেই মাঝ রাস্তা থেকে চলে যান শতাব্দী রায়। অন্যদিকে এদিন শ্লোগান প্রসঙ্গে আরামবাগ সাংসদ অপরুপা পোদ্দার বলেন, তৃণমূলের একটাই শ্লোগান, লড়াই লড়াই লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই। এই লড়াইয়ের নেতৃত্বে মমতা ব্যানার্জি আবার কে।