হাওড়া , ৬ ফেব্রুয়ারি: আগামীকাল রবিবার হাওড়ার ডুমুরজলায় বিজেপির পাল্টা সভা করতে চলেছে তৃণমূল। ওই সভায় প্রায় ৫০ হাজার মানুষের জমায়েত হবে বলে তৃণমূল সূত্রের খবর। তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে জমায়েত ৫০ হাজারের লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাবে। রবিবারের সভা উপলক্ষে প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। শনিবার বিকেলে সভাস্থল পরিদর্শন করেন দলের সদরের চেয়ারম্যান তথা মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন সদরের সভাপতি ভাস্কর ভট্টাচার্য সহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ। তৃণমূলের হাওড়া সদরের সভাপতি ভাস্কর ভট্টাচার্য বলেন,
“কেন্দ্রের কৃষক বিরোধী বিলের প্রতিবাদে আগামীকাল হাওড়া ডুমুরজলা ময়দানে তৃণমূল কংগ্রেসের আহ্বানে এই ঐতিহাসিক জনসভার আয়োজন করা হয়েছে। অরূপ রায়ের নেতৃত্বে সভা হবে। দলের সাংসদ, বিধায়ক, জেলা নেতৃত্ব সকলেই ওই সভায় উপস্থিত থাকবেন। কেন্দ্রের কৃষি বিল প্রত্যাহারের দাবিতেই ওই সভা ডাকা হয়েছে। আমাদের টার্গেট সভায় প্রায় ৫০ হাজার মানুষের জমায়েত হবে। তবে আমরা আশা করছি সেই লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাবে। হাওড়ায় দল আমাদের দুর্ভেদ্য দুর্গ। ১৯৯৮ সাল থেকেই আমরা হাওড়ায় শক্তিশালী। ২০২১ সালের নির্বাচনে হাওড়া থেকে সবকটি আসন জিতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেব।”