এই মুহূর্তে জেলা

শুভেন্দুর বাড়ির কাছে দাঁড়িয়ে হুমকি অভিষেকের।

পূর্ব-মেদিনীপুর , ৬ ফেব্রুয়ারি:- বিজেপি তৃণমূলকে বলে প্রাইভেট লিমিটেড কোম্পানি। তবে এই কোম্পানি থেকেই স্বাস্থ্সাথী, কন্যাশ্রী, সবুজসাথী, সহ বহু প্রকল্প হয়েছে। একজন তো তিনটি দপ্তরের মন্ত্রী সহ ৩৫ টি পদ নিয়ে বসে ছিলেন। মানুষকে বোকা বানানো এত সহজ নয়।” শুভেন্দু অধিকারীর গড় কাঁথিতে সভা করে নাম না করে পাল্টা আক্রমণে অভিষেক বব্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দলের অবজার্ভার মডেল তুলে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ, মেদিনীপুরে। জেলার নেতা জেলা চালাবে। তাই ওদের গায়ে জ্বালা। যাঁর নেতৃত্বে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয় তাঁর পদলেহন করছে।

এখন আমার সঙ্গে না লড়ে আমার বৌকে টার্গেট করেছে। বলছে, আমার বৌ ২ বছর আগে এয়ারপোর্টে সোনা নিয়ে ধরা পড়েছিল। কেন্দ্রের সিআইএসএফ কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল? আমার তোলাবাজির প্রমাণ দিতে পারলে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব। আমার বৌয়ের কলকাতা ছাড়া কোথাও অ্যাকাউন্ট নেই। শুভেন্দুকে তাঁর চ্যালেঞ্জ, ক্ষমতা থাকলে মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ান। মেদিনীপুরের যেখান থেকে দাঁড়াবেন, ৫০ হাজার ভোটে হারাব। এই জেলা একটা পরিবারের নাকি? এই গড় মেদিনীপুরের মা-ভাই-বোনেদের গড়। যাঁরা মেদিনীপুরের মাটিকে অপমান করেছে, তাঁদের বিতাড়িত করতে হবে। ওরা মেদিনীপুরের আবেগ দিল্লির কাছে বিক্রি করেছে।