হুগলি , ৪ ফেব্রুয়ারি:- এদিন এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী সুজাতা খান এবং দেবাংশু ভট্টাচার্য। তাদের দুজনেই তাদের বক্তব্যে বলেন যেভাবে বিজেপি বাংলার মানুষকে ধোঁকা দিচ্ছে যেভাবে বাংলার মানুষকে ভুল বুঝাচ্ছে তা থেকে মানুষকে সাবধান করেন। বাংলার উন্নয়নের একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই হচ্ছেন সেই মানুষ যিনি কোনো জাতপাত ধর্ম দেখেন না তার নেতৃত্বেই আজকে এই দশ বছরে বাংলার প্রভূত উন্নতি হয়েছে জন্ম থেকে মৃত্যু প্রতি ক্ষেত্রেই মানুষ পরিষেবা পেয়েছে।
বিশেষ করে সুজাতা খান তার বক্তব্যে বাংলার মা-বোনেদের কাছে আহবান জানিয়েছেন যে ভারতীয় জালি পার্টিকে তারা যেন একটিও ভোট না দেয। কারণ় তারা মানুষের সংসার ভাঙেন। তিনি নিজের কথা বলতে গিয়ে সুজাতা দেবী বলেন যে স্বামীকে লোকসভা ভোটে জেতার জন্য জীবন পণ করেছিলেন সেই স্বামী এখন তাকে ডিভোর্স এর নোটিশ পাঠিয়েছে। কারণ তার একটাই অপরাধ যে তিনি ভারতীয় জালি পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছেন। এবং এই কাজগুলি করেছে ভারতীয় জালি পার্টির নেতৃবৃন্দের উস্কানিতে। আজকের এই সভায় প্রচুর মানুষ উপস্থিত থেকে তৃণমূল কংগ্রেস কে সমর্থন জানান।