সোজাসাপটা ডেস্ক ,৩০ জানুয়ারি:- বহু নাটকের পর অমিত শাহর বাসভবনে শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদান করলেন রাজীব বন্দোপাধ্যায়, প্রবীর ঘোষাল, বৈশাখী ডালমিয়া, রোথিন চক্রবর্তীরা। দল ছেড়ে প্রথম জেহাদ ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারি। অমিত শাহই যোগদান করালেন রাজীবদের। কলকাতা ছাড়ার আগেই রাজীব ববলে গেছিলেন যে সৃষ্টছার বজায় রেখেই মানুষের সাথে কাজ করতে চান। এদিন ও প্রবীর ও রাজীবের মুখে ছিল মুখ্যমন্ত্রীর নাম। তারা বারবার বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা তাদের থাকবে। আগামী দিনে থেকেই পুন্য উদ্যমে কাজ করতে চাইছেন রাজীব – প্রবীররা। এখন দেখার দলত্যাগীরা নিজেদেরকে কতটা উজাড় করে দিতে পারবেন গেরুয়া সেবীরকে।
Related Articles
আগামী ত্রিস্তর পঞ্চায়েত ভোটে সবকটা আসনই আমাদের লক্ষ্য। হাওড়ায় বললেন চন্দ্রিমা।
হাওড়া, ১০ জুন:- আগামী ত্রিস্তর পঞ্চায়েত ভোটে সবকটা আসনই আমাদের লক্ষ্য। হাওড়ায় বললেন চন্দ্রিমা। শনিবার সকালে হাওড়ায় এক রক্তদান শিবিরের অনুষ্ঠানে এসে ওই মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, যখনই রাজনৈতিক দলগুলো লড়াইয়ের ময়দানে নামে তখন সামগ্রিকভাবে পুরোটাই তাদের লক্ষ্য থাকে। সুতরাং নির্বাচন হবে। আমাদের নিশ্চিত বিশ্বাস যে সব জায়গা থেকেই আমরা জিতব। […]
বেশি করে লোকাল ট্রেন চালালেই ভিড় নিয়ন্ত্রণ করা সহজ হবে – মুখ্যমন্ত্রী ৷
কলকাতা , ৫ নভেম্বর:- ভিড় থেকে সংক্রমনের সম্ভাবনা কমাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বেশি সংখ্যায় লোকাল ট্রেন চালানোর পক্ষে সওয়াল করেছেন। তার মতে, বেশি ট্রেন চালানো হলে ভিড় কমবে৷ ফলে রোগ সংক্রমণের ঝুঁকিও কমানো যাবে৷ লোকাল ট্রেন পরিষেবা শুরু করা নিয়ে গত কয়েকদিন ধরেই রেল এবং রাজ্য সরকারের মধ্যে দফায় দফায় বৈঠক চলছে ৷ কবে থেকে […]
আত্মনির্ভর ভারতের নেতৃত্ব দেবে বাংলা – কলকাতায় এসে বললেন প্রধানমন্ত্রী ।
কলকাতা , ২৩ জানুয়ারি:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজী সুভাষচন্দ্র বসুর স্বপ্ন পুরন করতে সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে আজ নেতাজির ১২৫ তম জন্মবর্ষিকী উদযাপনের সূচনা করে তিনি বলেন, নেতাজি আত্মনির্ভর ভারতের সঙ্গে সঙ্গে সোনার বাংলা গড়ার ও ডাক দিয়েছিলেন। আজ তার স্বপ্নকে সামনে রেখে দেশ আত্মনির্ভর হয়ে উঠছে। বাংলা এই আত্মনির্ভর […]