এই মুহূর্তে জেলা

স্বাস্থসাথী কার্ড থাকা স্বত্তেও রুগীকে ফেরানোর অভিযোগ শ্রীরামপুরের বেসরকারী হাসপাতালের বিরুদ্ধে।

হুগলি , ২৭ জানুয়ারি:- স্বাস্থসাথী কার্ড থাকা স্বত্তেও মুমুর্ষ রুগীকে ভর্তি না নিয়ে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠলো শ্রীরামপুর মাহেশের বেসরকারী হাসপাতালের বিরুদ্ধে। শেওরাফুলি চারা বাগান এলাকার বাসিন্দা হরিপদ দাস বয়স ৬৫। বেশকিছুদিন ধরেই অসুস্থ্য ছিলেন। গতকাল হটাৎ শ্বাসকষ্ট হওয়ায় তাকে নিয়ে আসা হয় শ্রীরামপুর মাহেসের একটি বেসরকারী হাসপাতালে ।কিন্তু সেখানে হরিপদ দাসকে ভর্তি না নিয়ে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের। স্বাস্থসাথী কার্ড থাকা সত্ত্বেও অসুস্থ রুগীকে নিয়ে সমস্যায় পরে পরিবার।

এরপর তারা প্রথমে শ্রীরামপুর থানার দ্বারস্থ হয়, সেখান থেকে মহকুমাশাসকের কাছে পাঠানো হয় রুগীর পরিবারকে। এরপর শ্রীরামপুরে মহকুমা শাসকের দফতরে লিখিত অভিযোগ দায়ের করে হরিপদ দাসের পরিবার। এই ঘটনা সামনে আসার পর আবার প্রশ্ন উঠতে শুরু করেছে যে স্বাস্থসাথী কার্ড এবার তৃণমূল সরকারের প্রধান হাতিয়ার বলে মনে করা হচ্ছে সেই কার্ড থাকা সত্ত্বেও কেন পরিষেবা পাচ্ছেনা রুগী। সরকার এই বিষয়ে এখন কি ব্যবস্থা নেয় সেটাই দেখার। তবে এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু বলতে চায়নি।