কোচবিহার:,২৫ জানুয়ারী:- কোচবিহার জেলার সীমান্তবর্তী মহকুমা মেখলিগঞ্জ। সম্প্রতি মহকুমা পুলিশ আধিকারিকের দায়িত্ব নিয়ে পৌঁছেছেন চন্দন দাস। তারপর থেকেই বেশকিছু অভিনবত্ব দেখা যাচ্ছে মহাকুমার ক্ষেত্রে। সোমবার জামালদহ তুলসী দেবী হাই স্কুলের মাঠে একটি গাছের নিচে ব্ল্যাকবোর্ড সহকারে দেখা গেল চন্দন বাবুকে। সামনে খোলা মাঠে বসে আছে কয়েক জন ছাত্র-ছাত্রী। তারা সকলেই চাকরিপ্রার্থী। একসময় কোচবিহারে ডিএসপি ট্রাফিকের দায়িত্বে থাকা চন্দন বাবু নিয়মিত চাকরিপ্রার্থীদের ক্লাস নিতেন জেলা গ্রন্থাগারে।
প্রায় ১০০ জন বেকার যুবক যুবতীর চাকরি হয়েছিল চন্দন বাবুর প্রশিক্ষণে। মহকুমাতে পৌঁছেও একই পদ্ধতি অবলম্বন করে যাচ্ছেন তিনি। বিগত দিনের তথ্য ঘাটলে দেখা যায় তার মাধ্যমে প্রশিক্ষণ প্রাপ্তদের চাকরির হার ঊর্ধ্বমুখী। প্রান্তিক এবং সীমান্তবর্তী মহকুমা হওয়ার কারণে মেখলিগঞ্জ পিছিয়ে পড়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা সুবিধা দিতে পারার উদ্দেশ্য চন্দন বাবু বলে মনে করছে মেখলিগঞ্জের আপামর বাসিন্দারা। সম্পূর্ণ নিখরচায় এই পঠন পাঠনের ব্যবস্থা করেছেন তিনি। নির্দিষ্ট ক্লাসরুম নেই, তাই কখনো গাছের নিচে কখনওবা খোলা মাঠে ক্লাস করবেন বলে মনস্থির করেছেন চন্দন বাবু।