হুগলি , ২৪ জানুয়ারি:- সোনার বাংলা গড়ার লক্ষ্যে সমাজের বিশিষ্ট জনেদের নিয়ে আলোচনা সভা অনুষ্টতি হল হুগলীর সিঙ্গুরে। আয়োজিত এই আলোচনা সভায় যোগদান করেন বিজেপি নেতা তথাগত রায়, বিশিষ্ট সাংবাদিক ও লেখক সুজিত রায়, কাকলি মিত্র সহ বিভিন্ন বিঞ্জ জনেরা।
ওয়েস্ট বেঙ্গল ইনটেলেক্টচুয়াল আউটরিচের সিঙ্গুর শাখার পক্ষ থেকে বিশিষ্ট ডাক্তার অরুপ কুমার দাস এই আলোচনার আহ্বান করেন। এই আলোচনা সভায় সিঙ্গুর ও আশেপাশের এলাকার সমাজের বিভিন্ন স্তরের শিক্ষক, ডাক্তার সহ সাংস্কৃতিক জগতের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।