কলকাতা ,২৪ জানুয়ারি:- গতকাল ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মবার্ষিকী উদযাপন উৎসবের সূচনা মঞ্চে মুখ্যমন্ত্রী কে উদ্দেশ্য করে জয় শ্রীরাম ধ্বনি দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর আজও অব্যাহত। তৃণমূল কংগ্রেসের নেতা ও বুদ্ধিজীবীদের একাংশ ওই ঘটনায় মুখ্যমন্ত্রীর অপমান প্রসঙ্গে সরব হয়েছেন। অন্যদিকে বিজেপি মুখ্যমন্ত্রীর আচরণের পাল্টা সমালোচনা করেছে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কবীর সুমন মুখ্যমন্ত্রীকে অপমানের অভিযোগ তুলে লেক মলের সামনে ও গড়িয়াহাট মোড়ে দাঁড়িয়ে একক প্রতিবাদ করেন।
একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি ওই ঘটনার প্রতিবাদ করছেন বলে জানিয়েছেন। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঘটনায় মুখ্যমন্ত্রী অসম্মান করার অভিযোগ এনে জেলায় জেলায় শাসক দল প্রতিবাদ কর্মসূচি পালন করে। বীরভূমের দুবরাজপুরে বাইক মিছিল করেন তৃণমূল কর্মী,সমর্থকরা। লোবা গ্রাম পঞ্চায়েতের মেটে গ্রামে এই মিছিলের আয়োজন করা হয়। আজ সকালে দুর্গাপুরের ডিভিসি মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী,সমর্থকরা। এদিন হুগলির বৈদ্যবাটিতে মিছিল হয়। বৈদ্যবাটি-শেওড়াফুলি শহর অধিবাসীবৃন্দের নামে ওই ধিক্কার মিছিলে অংশ নেন পুরসভার বিদায়ী তৃণমূল কাউন্সিলররা। ছিলেন স্থানীয় তৃণমূল কর্মীরাও। মিছিল শেষে তাঁরা রাজ্যে অশুভ শক্তিকে বিনাশের যজ্ঞও করেন।