এই মুহূর্তে কলকাতা

শুধু দিল্লি কেন রাজধানী হবে? কলকাতাকেও দেশের একটি রাজধানী করা হোক- মুখ্যমন্ত্রী

কলকাতা , ২৩ জানুয়ারি:- শুধু দিল্লি কেন রাজধানী হবে? কলকাতাকেও দেশের একটি রাজধানী করা হোক৷ নেতাজির জন্মজয়ন্তীতে রেড রোডের সভামঞ্চ থেকে কেন্দ্রের কাছে এমনই দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুধু কলকাতাই নয়, দেশের চার প্রান্ত চারটি রাজধানী ঘোষণা করার দাবি জানিয়েছেন মমতা৷ দেশের চার রাজধানীতে সংসদীয় অধিবেশন বসানোরও দাবি তুলেছেন তিনি৷ তবে বিজেপির দাবি, এটা মুখ্যমন্ত্রীর অবাস্তব প্রস্তাব৷ এতে সংসদের গরিমা নষ্ট হয়ে যাবে৷ মুখ্যমন্ত্রী এদিন বলেন,‘‌কলকাতা একদিন ভারতবর্ষের রাজধানী ছিল। কলকাতা থেকে ইংরেজরা ভারতবর্ষ চালাত। আজ ভারতবর্ষের একটা রাজধানী কলকাতা কেন হবে না?‌ আমি তো মনে করি, ভারতবর্ষের একটা রাজধানী কলকাতা হতে হবে।’‌কলকাতাকে কেন ভারতের আর এক রাজধানী করা উচিত তার কারণও এদিন বলেছেন মমতা।মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘স্বাধীনতা সংগ্রামের জন্ম হয়েছিল বাংলা, বিহারে৷ গাঁধিজি বেলেঘাটায় এসে আন্দোলন করতেন৷ নবজাগরণ, বিধবা বিবাহ, বাল্য বিবাহের মতো সংস্কারের জন্ম বাংলায় হয়েছিল৷ বাংলা কোনও অবহেলা সইবে না৷ নেতাজির নাম বললে আমার হৃদয়ে আবেগের সৃষ্টি হয়৷ নেতাজিকে দুই পাতার বই পড়ে জানা যাবে না৷ চার প্রান্তে চারটি রাজধানী থাকবে৷ দিল্লিতে কী আছে? দিল্লিতে সবাই বাইরে থেকে যায়৷ দিল্লির মানুষ সবাইকে গ্রহণ করুক৷ ভারতবর্ষের চারটি জায়গায় সংসদের অধিবেশন বসুক বছরে চারবার৷

‘প্রথমে শুধু কলকাতাকে রাজধানী করা নিয়ে দাবি জানালেও পরে সারা দেশের চার প্রান্তে রাজধানী হওয়ার দাবি তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রস্তাব অনুযায়ী কলকাতার পাশাপাশি দক্ষিণ ভারত, উত্তর ভারত এবং উত্তর পূর্ব ভারতেও একটি করে রাজধানী ঘোষণা করা হোক৷ উদাহরণ হিসেবে দক্ষিণের কেরল অন্ধ্র প্রদেশ, উত্তর এবং মধ্য ভারতের উত্তর প্রদেশ, পঞ্জাব, মধ্যপ্রদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির কোনও একটিকে রাজধানী হিসেবে ঘোষণা করার কথা বলেন মমতা৷ নেতাজির জন্মদিন উপলক্ষে এ দিন শ্যামবাজার থেকে রেড রোড পর্যন্ত পদযাত্রা করেন মমতা৷ তার পর রেড রোডের সভা থেকেই নেতাজিকে উপেক্ষা করা নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন তিনি৷ রাজ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে ‘ডক’ তুলে দেওয়া নিয়েও কেন্দ্রকে বিঁধেছেন মমতা। কেন্দ্রকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,‘দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। ওয়ান লিডার, ওয়ান নেশন? ওয়ান নেশন কার্ড, ওয়ান নেশন?ওয়ান পলিটিক্যাল পার্টি, ওয়ান নেশন — হোয়াট ইজ দ্য ভ্যালুয়েশন?‌ উই ওয়ান্ট ইউনাইটেড ইন্ডিয়া।’‌