কলকাতা , ২১ জানুয়ারি:- রাজ্যের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭ দিনের মধ্যে ট্যাব অথবা স্মার্ট ফোন কেনার ১০ হাজার টাকা পৌছে যাবে। বৃহস্পতিবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য সরকারের এই কর্মসুচীর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে ছিলেন সব জেলাশাসক ও বেশ কিছু স্কুল পড়ুয়া। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায় মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়, স্বরাষ্ট্রসচিব এইচ কে দ্বিবেদি, অর্থসচিব মনোজ পন্থ, শিক্ষা সচিব মনীশ জৈন। মুখ্যমন্ত্রী পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা স্মার্ট ফোন কিনে আরও স্মার্ট হও। এখন তো বটেই, ভবিষ্যতেও পড়াশোনার কাজে লাগবে। ভাল করে, যত্ন করে রেখো। কেউ যেন চুরি করে না নেয়, খেয়াল রেখো। করোনা অতিমারির কারণে পড়াশোনার অসুবিধে হয়েছে।
বহু গরীব পরিবার আছে, যাঁদের ফোন কেনার পয়সা নেই। তাই এই ৯ লক্ষ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বেছে নেওয়া হয়েছে যাতে তাঁরা পড়াশোনা করতে পারে। এই ফোন উচ্চশিক্ষার কাজেও লাগবে। ৯ লক্ষ ট্যাব একসঙ্গে দিতে পারে এরকম কোনও সংস্থা পাওয়া যায়নি, তাই অ্যাকাউন্টে টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কোনও ছাত্রছাত্রীর নাম লেখানো না হয়ে থাকলে, সে ট্যাবের জন্য স্কুলে গিয়ে নাম লিখিয়ে নিতে পারে।’ মুখ্যমন্ত্রী বলেন,‘আমি ছাত্রছাত্রীদের খুব ভালবাসি। তারা স্বচ্ছ হয়, পবিত্র হয়। কারোর কাছে মাথা নত করতে জানে না, চায়ও না। আমি নিজে ছাত্র অবস্থা থেকে রাজনীতিতে এসেছি। আমরা কোনও অবস্থাতেই মাথা নত করি না। ভাঙি তবু মচকাই না। আমি সবসময়ই পড়ুয়াদের ভবিষ্যত ভাল করার জন্য সাহায্য করতে প্রস্তুত। তাদের একটু কাজে লাগতে পারি আমি নিজেকে ধন্য মনে করবো।’