এই মুহূর্তে কলকাতা

সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপনের সূচনা করবেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী।


কলকাতা , ২১ জানুয়ারি:- প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী কলকাতা থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপনের সূচনা করবেন। সারা দেশে এবার ২৩ শে জানুয়ারি দিনটি পরাক্রম দিবস হিসেবে পালন করার কথা কেন্দ্রীয় সরকারের তরফে আগেই ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী এই উপলক্ষে গৃহীত বছর ব্যাপী কর্মসূচির সূচনা করবেন। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং জাতীয় গ্রন্থাগার নেতাজীকে নিয়ে আয়োজিত দুটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান অতিথির আসন অলংকৃত করবেন। প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে জানানো হয়েছে ,শনিবার দুপুরে বিশেষ বিমানে কলকাতায় পৌঁছানোর পর তিনি হেলিকপ্টারে ময়দানের আরসিটিসি হেলিপ্যাডে নামবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী পৌঁছবেন ন্যাশনাল লাইব্রেরিতে। প্রথমে তিনি সেখানে আর্টিস্ট ক্যাম্প পরিদর্শন করবেন। ন্যাশনাল লাইব্রেরিতে একবিংশ শতকের প্রেক্ষাপটে নেতাজির চিন্তা ও দর্শনের পর্যালোচনা শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে। তার সমাপ্তি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

সেমিনারে মূল ভাষণ দেবেন ভারতীয় বিমানবাহিনীর প্রাক্তন প্রধান অরূপ রাহা। ভারত ছাড়াও আমেরিকা-জার্মানি-মিয়ানমার-থাইল্যান্ড-বাংলাদেশের মতো নানা দেশের নেতাজি গবেষক ও বিশেষজ্ঞরাও ওই আলোচনা সভায় অনলাইনে অংশ নেবেন। সিঙ্গাপুরের বাসিন্দা, আজাদ হিন্দ বাহিনীর প্রাক্তন সেনানী নবতিপর ঈশ্বরলাল সিং হাসপাতালের রোগশয্যা থেকে তাঁর বক্তব্য রাখবেন। ওই অনুষ্ঠানের শেষে প্রধানমন্ত্রী ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌঁছে সেখানকার প্রদর্শনী ঘুরে দেখবেন। ১৯২৬ সাল থেকে ১৯৩৬ সাল পর্যন্ত নেতাজির লেখা চিঠির একটি সঙ্কলন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রকাশিত হবে। আশা সহায় চৌধুরী, সিপাই ললিত রাম, সিপাই যাদব, নায়ক পান্ডের মতো আজাদ হিন্দ বাহিনীর প্রাক্তন সেনানীদের সংবর্ধনা দেওয়া হবে। এছাড়া সেখানে একটি বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজ্যপাল জগদীপ ধনকর, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রমুখেরও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিল্লি ফিরে যাবেন।