হুগলি , ২১ জানুয়ারি:- ভদ্রেশ্বর ডালহৌসি জুটমিলে আর তিনটে পনেরো নাগাদ হঠাৎই আগুন লেগে যায়। ৩.১৫ নাগাদ আগুন লাগে তাঁত স্পিনিং বিন বিভাগে। সেই আগুনে বেশ কয়েকটি ইউনিট পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থানে তিনটি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ করে। দীর্ঘক্ষনের চেষ্টায় আগুন নেভানো গেলেও পাটের সুতোয় আগুন জ্বলতে থাকে। কি কারনে আগুন তা স্পস্ট হয়নি। পাশাপাশি বৃহস্পতিবার সকালে রিষড়ার হেস্টিংস জুটমিলে পাট গোডাউনের আগুন লাগে আগুন লাগার পর ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হলে ফায়ার ব্রিগেডের এর চারটি গাড়ি এসে আগুন নেভাবার কাজে হাত দেয় কোন্নগর ফায়ার স্টেশনের ওসি আদিত্য কুমার চ্যাটার্জী বলেন এদিন সকালে হেস্টিংস জুটমিলের জুট গোডাউনে আগুন লাগে
এবং আমাদের খবর দেয়ার সঙ্গে সঙ্গেই আমরা চলে আসি। চারটি গাড়ি প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন আয়ত্তে আনতে সমর্থ হই এই মুহূর্তে আগুন নিভে গেল আমরা দেখছি যদি আরো কোনো পকেট আগুন থাকে কিনা কারণ জুট মিলে আগুন লাগলে যতক্ষন না পাঠ গুলোকে সরানো হচ্ছে তাই ভেতরে আগুন থাকলে বোঝা যায় না। আমরা এখানকার মিল কর্তৃপক্ষকে বলেছি আপনারা যত শীঘ্র এই পোড়া পাট সরিয়ে নিয়ে যান তারপরে বোঝা যাবে ভেতরে আগুন আছে কিনা। কি কারনে আগুন লাগল সে সম্বন্ধে ফায়ার ব্রিগেডের এর আধিকারিক জানান এই মুহূর্তে সেটা কারণটা বলা যাবে না তদন্ত হলে তবেই বোঝা যাবে কি কারণে আগুন লেগেছে।