এই মুহূর্তে জেলা

সাতসকালেই কোদাল হাতে খাল পরিষ্কারে নামলেন চুঁচুড়ার বিধায়ক।


সুদীপ দাস , ১৯ জানুয়ারি:- ভোটের মুখে জনতার মান ভঞ্জন শুরু রাজনৈতিক নেতাদের। সাতসকালেই কোদাল হাতে ব্যান্ডেল চার্চ সংলগ্ন রসভরা খাল পরিষ্কারে নামলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। প্রত্যেকবছর শীতে চার্চ সংলগ্ন গঙ্গাপারে পিকনিক করতে আসেন বহুমানুষ। আর পিকনিকের পর থার্মোকলের থালা-বাটি সহ আবর্জনা ফেলা হয় রসভরা খালে। ফলে গঙ্গার নিকাশী বন্ধ হয় যায়। দূষন হয় মা গঙ্গাও। তাই এই উদ্যোগ। কেন্দ্রীয় সরকার ২০১৪ সালে গঙ্গাকে পবিত্র রাখার জন্য কুঁড়ি হাজার কোটি টাকা সারা ভারতে শুধু বিজ্ঞাপনে খরচ করেছিল। তাতে পবিত্র হওয়ার থেকে কেন্দ্রীয় সরকারের অব্যবস্থাপনায় উল্টে গঙ্গা দূষিত হয়েছে। আজ সকালে রসভরা খাল পরিদর্শন করলাম। বিভিন্ন জায়গা থেকে মানুষ পিকনিক করতে এসে আরো দূষণ করছে। এখানে কোনো আবর্জনা ফেলা যাবে না। মেশিন নিয়ে এসে সম্পুর্ন দূষণ মুক্ত করা হবে বলে জানান বিধায়ক।