নন্দীগ্রাম, ১৮ জানুয়ারি:- বিধানসভা ভোটের এখনো প্রায় মাস দুয়েক দেরি। এখন থেকেই বিধানসভা ভোটকে পাখির চোখ করে বিজেপিকে মাস্টার স্ট্রোক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন তৃণমূলনেত্রী। বিধানসভা ভোটে নন্দীগ্রাম কেন্দ্র থেকে তিনি নিজেই লড়াই করতে চান বলে এদিন নন্দীগ্রামের জনসভা থেকে ঘোষণা করলেন মমতা। দরকারে ভবানীপুর কেন্দ্র থেকেও লড়াই করবেন তিনি। নন্দীগ্রামের তেখালি এর জনসভা থেকে অধিকারী পরিবারকেও নাম না করে নিশানা করেছেন তৃণমূলনেত্রী। নন্দীগ্রামের আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে সিপিএম কিভাবে গুলি চালিয়েছে, সূর্যোদয়ের নামে গুলি চালিয়েছে, তাঁকে কিভাবে নন্দীগ্রামে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল সেসব ঘটনার কথা জানান মমতা। তিনি বলেন, ওইসব দিন পেরিয়ে আমরা এসেছি। আমি কারোর কাছে জ্ঞান নেব না যে নন্দীগ্রামের আন্দোলন কে করেছে বা কারা করেছে।
এটা মানুষের আন্দোলন। নন্দীগ্রাম তাঁর কাছে লাকি জায়গা হিসেবে জানান তৃণমূলনেত্রী। তিনি বলেন, নন্দীগ্রামে একজন ভালো মানুষ কে দাঁড় করাবো তিনি সবসময় আপনাদের পাশে থাকবেন। এরপরই মমতা ঘোষণা করেন, যদি আমি নিজেই এখানে দাঁড়াই। ভাবছিলাম এটা গ্রামীণ জায়গা। এটা আমার মনের জায়গা। মমতার এই ঘোষণায় উচ্ছ্বাসে ফেটে পড়ে জনতা। উল্লেখ্য ২০১৬ বিধানসভা ভোটের সর্বপ্রথম নন্দীগ্রাম কেন্দ্রের প্রার্থী আগাম ঘোষণা করে দিয়েছিলেন মমতা। ঘটনাচক্রে সেই প্রার্থীর নাম ছিল শুভেন্দু অধিকারী! মুখ্যমন্ত্রী জানান, এবারেও নন্দীগ্রাম ভোটের প্রচার শুরু হল। নন্দীগ্রামের জয় দিয়েই বিধানসভা নির্বাচনে জিতবে তৃণমূল। মমতার কথামতো দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও জানিয়ে দেন নেত্রীর ইচ্ছানুসারে তাকে নন্দীগ্রামের প্রার্থী করা হবে। ভবানীপুরের কোন ভালো প্রার্থী দাঁড় করানো হবে। অথবা মমতা নিজেই ভবানীপুর থেকেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।