এই মুহূর্তে কলকাতা

যুব সমাজকে সঠিক ভাবে পথ দেখাতে হবে ফেসবুক লাইভে মন্তব্য করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

কলকাতা , ১৬ জানুয়ারি:- রাজ্যের যুবসমাজ চাকরির চেয়ে পাচ্ছে না। এটা দেখেই খুব খারাপ লাগে। বেশ কয়েকদিন পর ফেসবুক লাইভে মুখ খুলে এই মন্তব্য করলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি জানান রাজ্যে যথেষ্ট মেধা ও সম্পদ রয়েছে। অন্য কোন রাজ্যে নেই। যুব সমাজকে সঠিক ভাবে পথ দেখাতে হবে। দীর্ঘদিন সেটা না হওয়ায় অনেকেই বিদেশে বা অন্য রাজ্যে চলে যাচ্ছেন। রাজীব বলেন, ‘যখন দেখি যুবসমাজ চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে। চাকরি না পেয়ে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে তখন খুব দুঃখ হয়। হয়তো সকলকে চাকরি দেওয়া সম্ভব নয়। কিন্তু কর্মসংস্থানের জন্য তাদের সঠিক পথ দেখাতে হবে।’ রাজীবের এই মন্তব্যে বেশ অস্বস্তিতে তৃণমূল।

দলের নেতৃত্তের একাংশের প্রতি ক্ষোভ প্রকাশ করে রাজীব বলেন, ‘যখন কোনো ভালো কাজ করতে গেছি, দিশা দেখাতে গেছি তখনই কতিপয় নেতা ইচ্ছা করে তার অপব্যাখ্যা করার চেষ্টা করেছে। এটাই আমার কাছে দুঃখের।’ এরপরই রাজীবের মন্তব্য,’আমি মানুষের কাছে দায়বদ্ধ। মানুষ যেভাবে বলবেন যেখানে বলবেন সেভাবেই তাদের পাশে থাকার চেষ্টা করব।’তিনি বলেন,’কর্মীদের সঙ্গে অনেক সময় অবিচার করা হয়। কর্মীরা নিঃশর্ত ভাবে কাজ করেন। তাঁরা একটু সম্মান চান। আমার দলনেত্রীও কর্মীদের সম্মান দেওয়ার কথা বলেন। তাহলে আমি যদি সেই কথা বলি তাহলে অন্যায় কোথায়?’