এই মুহূর্তে জেলা

৩২ হাজার ভ্যাকসিন এলো হুগলীতে , জেলার ২৩ টি কেন্দ্রে পৌঁছে যাবে এই ভ্যাকসিন।

সুদীপ দাস , ১২ জানুয়ারি:- গত ৮ তারিখ করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য ড্রাই রান হয়েছিলো হুগলি জেলায়। তার ঠিক চারদিন পর হুগলিতে এসে পৌঁছল কোভিশিল্ড করোনা ভ্যাকসিন। মঙ্গলবার রাত সওয়া ন’টা নাগাদ চুঁচুড়ায় ডিস্ট্রিক্ট ভ্যাকসিন স্টোরে করোনা ভ্যাকসিন এসে পৌঁছয়। ১ম ধাপে মোট ৩২ হাজার ভ্যাকসিন এলো হুগলী জেলায়। এখান থেকেই জেলার বিভিন্ন হাসপাতালে পৌঁছে যাবে কোভিশিল্ড। এদিন একটি কন্টেনারে করে কোলকাতা থেকে এই ভ্যাকসিন আসে। সামনে ছিলো পাইলট কার। ভ্যাকসিন সেন্টারে নিরাপত্তার জন্য ছিলো কড়া পুলিশি ব্যাবস্থা। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, প্রাথমিকভাবে জেলার ১৮টি ব্লক হাসপাতালে, ১টি সদর হাসপাতাল, ৩টি মহকুমা হাসপাতাল ও ১ টি স্টেট জেনারেল হাসপাতাল মিলিয়ে মোট ২৩টি কেন্দ্রকে করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে। প্রথম ধাপে চিকিৎসক, স্বাস্থ্য কর্মী সহ পুলিশ কর্মীদের ভ্যাকসিন দেওয়া হবে। তারপর সরকারী নির্দেশ মত ধাপে ধাপে ভ্যাকসিন প্রক্রিয়া চলবে।