এই মুহূর্তে কলকাতা

১৫ বছরের বেশি বয়সের গাড়ি বাতিল করতে রাজ্য সরকার ভর্তুকি প্রকল্প চালু করছে।

কলকাতা , ১১ জানুয়ারি:- রাজ্যের দূষণের শীর্ষে থাকা সাত শহরে চলা ১৫ বছরের বেশি বয়সের গাড়ি বাতিল করতে রাজ্য সরকার ভর্তুকি প্রকল্প চালু করছে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব রাজেশ কুমার জানিয়েছেন, ওই শহর গুলিতে দূষণের হার কমাতে পুরনো গাড়ি ধাপে ধাপে বাতিল করা হবে। পুরনো গাড়ির বদলে নতুন গাড়ি কেনার জন্য মালিকদের রাজ্য সরকার ১ লক্ষ টাকা করে ভর্তুকি দেবে। আগ্রহী প্রথম এক হাজার গাড়ি মালিককে এই ভর্তুকি দেওয়া হবে। এজন্য ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে তিনি জানান।

জাতীয় পরিবেশ আদালত দেশে বায়ু দূষণ হারের নিরিখে শীর্ষে থাকা ১২৪ টি শহরের বাতাসের মানোন্নয়নে পদক্ষেপ করার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে। ওই সব শহরের তালিকায় এরাজ্যের কলকাতা, হাওড়া, ব্যরাকপুর, আসানসোল,হলদিয়া, দুর্গাপুর ও রানীগঞ্জ রয়েছে।রাজ্যের পরিবেশ দপ্তর ইতিমধ্যেই ওই সব শহরে চলা ১৫ বছরের পুরনো গাড়ির তালিকা তৈরি করার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। পুরনো গাড়ি বাতিল ও ভর্তুকি প্রকল্পের রূপরেখা স্থির করতে সম্প্রতি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কর্তারা ওই সব জেলার পুুলিশ- প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন।সেখানেই ওই নির্দেশ দেওয়া হয়।