উঃ২৪পরগনা , ৯ জানুয়ারি:- দিলীপ ঘোষকে ক্ষ্যাপা ষাঁড় বলে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। শনিবার বিকেলে ব্যারাকপুর স্টেশনে তৃণমূলের এক জনসভায় এসে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সাংসদ বলেন,বঙ্গ বিজেপি এখন ক্ষ্যাপা ষাঁড়ের মত দৌড়ে বেড়াচ্ছে। ওদের দিলীপ ঘোষও একটা ক্ষ্যাপা ষাঁড়। ওর কোন চিকিৎসা নেই। এদিন তিনি শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করে বলেন,নন্দীগ্রাম আন্দোলনের সময় মমতা বন্দোপাধ্যায় যদি ওখানে না যেত আজ শুভেন্দুকে কেউ চিনত না। এদিনের সভা থেকে কল্যাণ বন্দোপাধ্যায় শুভেন্দুকে তীব্র কটাক্ষ করে আরও বলেন,ও জমিদার বাড়ির ছেলে। কোনদিন পান্তা ভাত খায়নি। কাজু বাদাম খেয়ে এসি ঘরে থেকে শুভেন্দু লাট্টু চেহারা বানিয়েছে। নন্দীগ্রামে ওর আছেটা কি? তৃণমূল সাংসদের হুশিয়ারি গদ্দার, বিশ্বাসঘাতক,মিরজাফর শুভেন্দু তুমি একবার নন্দীগ্রামে দাঁড়াও, তুমি কি করে নির্বাচনে জেতো দেখিয়ে দেব।
তার দাবি শুভেন্দু চলে যাওয়ায় তৃণমূল আরও একাট্টা হয়েছে। এই উপকারটা অন্তত ও দল থেকে চলে যাওয়ার ফলে হয়েছে। মমতা যাদের যত দিয়েছে তারা ততই উনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ওর যদি পদের লোভ নাই থাকে তাহলে জুট করপোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদটা নিল কেন? এমনই মন্তব্য তৃণমূল সাংসদ কল্যানবাবুর। এদিন তিনি রাজ্যপালকেও একহাত নিয়ে বলেন,উনি ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুনকে মহাভারতের অর্জুনের সঙ্গে তুলনা করেছেন। আর তার ফলে উনি মহাভারতের অর্জুনকে নিচে নামিয়ে এনেছেন। রাজ্যপাল জগদীপ ধনকর বিজেপির মুখপাত্র ছাড়া আর কিছুই নন। অর্জুনকে কটাক্ষ করে তৃণমূল সাংসদ তোপ দেগে বলেন,শ্রীরামপুরের মাটিতে গিয়ে অর্জুন যদি গুণ্ডামি করতে আসে তাহলে ওর হাত ভেঙে দেওয়া হবে। কর্মীদের উদ্দেশ্যে তার বার্তা ২১ এর নির্বাচনে ব্যারাকপুরে একটাও পদ্ম ফুল ফুটবে না।