এই মুহূর্তে জেলা

বকেয়া বেতন ও স্থায়ীকরনের দাবীতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে বিক্ষোভ হাসপাতালের অস্থায়ী সাফাই কর্মীদের।

হুগলি , ৭ জানুয়ারি:- বকেয়া বেতন ও স্থায়ীকরনের দাবীতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে বিক্ষোভ হাসপাতালের অস্থায়ী সাফাই কর্মীদের। ঘটনাটি শ্রীরামপুর শ্রমজীবি হাসপাতালের। গতবছর করোনা আবহ শুরু হতেই বেলুর মঠ রামকৃষ্ণ মিশন পরিচালিত শ্রমজীবি হাসপাতাল মহামারি ঠেকাতে স্বেচ্ছায় এগিয়ে আসে। নিজেদের হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য সরকারের হাতে শপে দেয় তাঁরা। সরকারের সাথে চুক্তিমত যতদিন ওই হাসপাতালে করোনা রুগীদের চিকিৎসা হবে ততদিন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বেতন সহ হাসপাতালের যাবতীয় ব্যায়ভার গ্রহন করবে রাজ্য সরকার। চাহিদামত সেখানে অতিরিক্ত ১৬ জন কর্মীকে সাফাই কর্মী হিসাবে নেওয়া হয়।

অভিযোগ প্রথমদিকে কয়েক মাস সাফাই কর্মীদের বেতন ঠিকঠাক দেওয়া হলেও তারপর থেকেই গড়িমসি চলছে। প্রতিমাসে বেতনের অঙ্কও সমান দেওয়া হয়না বলে অভিযোগ। তার উপর বর্তমানে তাঁরা শুনতে পাচ্ছে করোনা মিটে গেলে তাঁদেরকে ছাঁটাই করা হবে। বৃহস্পতিবার তাই শ্রীরামপুর শ্রমজীবি হাসপাতালের অস্থায়ী সাফাই কর্মীরা চুঁচুড়ায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এদিন তাঁরা এবিষয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিককে এক স্মারকলিপিও জমা দেয়। অবিলম্বে তাঁদের দাবী মানা না হলে তাঁরা শ্রমজীবি হাসপাতালের সামনে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসবে বলে জানান।