এই মুহূর্তে কলকাতা

কলকাতার নদীপথ পরিবহনকে সাজাতে বিশ্ব ব্যাংক কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

কলকাতা , ৬ জানুয়ারি:- বৃহত্তর কলকাতার নদীপথ পরিবহন পরিকাঠামো কে ঢেলে সাজাতে বিশ্ব ব্যাংক কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল নতুন দিল্লিতে স্বাক্ষরিত ওই চুক্তি অনুযায়ী হুগলি নদীতে যাত্রী ও পণ্য পরিবহন পরিকাঠামো তৈরীর জন্য বিশ্ব ব্যাংক ১০৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৭৬৭ কোটি টাকা। বিশ্বব্যাংকের তরফে জানানো হয়েছে এই প্রকল্প রূপায়ণ হলে কলকাতাসহ দক্ষিণবঙ্গের পাঁচটি জেলার তিন কোটি মানুষ সরাসরি উপকৃত হবেন। জলপথে যাত্রী ও পণ্য পরিবহনে গতি আসবে।রাস্তায় গাড়ির চাপ ও পরিবেশ দূষণ কমার সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি এই প্রকল্প কলকাতা বন্দর কেও চাঙ্গা করতে সহায়ক হবে।কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক দফতরের অতিরিক্ত সচিব সিএস মহাপাত্র বলেন, যাত্রী ও পণ্য পরিবহনে অন্তর্দেশীয় জলপথ একদিকে যেমন সাশ্রয়ী একইসঙ্গে তা পরিবেশ বান্ধব বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রকল্প পশ্চিমবঙ্গের নদীপথে পরিবহন পরিকাঠামোর আধুনিক করে তুলবে। এর ফলে কলকাতার বাজার এবং কর্মস্থলের সঙ্গে দূরবর্তী এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অতিরিক্ত সচিব সিএস মহাপাত্র, ভারতে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জুনায়েদ আহমেদ এবং রাজ্যের তরফে ডেপুটি রেসিডেন্ট কমিশনার রাজদীপ দত্ত উপস্থিত ছিলেন।

জানা গিয়েছে, দুটি পর্যায়ে হবে এই প্রকল্পের কাজ। বিশ্ব ব্যাঙ্কের দেওয়া অর্থে প্রথম দফায় কলকাতা ও শহরতলির জেটিগুলির সংস্কার করা হবে। একইসঙ্গে নতুন ভেসেল কিনে আধুনিকীকরণ করা হবে জেটিগুলির ও ৪০টি জায়গায় বসানো হবে ইলেকট্রনিক গেট। দ্বিতীয় দফায় দীর্ঘমেয়াদি কাজ হবে। প্রথমত, রাতে যাতে ভেসেল চলাচল করতে পারে সেই জন্য পরিকাঠামোগত ব্যবস্থা করা হবে। জলপথ পরিবহণে মজবুত পরিকাঠামোর জন্য প্রয়োজন আরও বিনিয়োগের, সেই চেষ্টাও করা হবে। এর পাশাপাশি বেসরকারি উদ্যোগে রো রো ভেসেল চালানোর ব্যবস্থা করা হবে বৃহত্তর কলকাতায়। গাড়ি, ট্রাকের মতো বড় গাড়ি যে বড় ভেসেলে পরিবহণ করানো হয় সেগুলিকেই রো রো ভেসেল বলে। বিশ্ব ব্যাঙ্কের কর্তাদের মতে, কলকাতায় জলপথে পরিবহণের বিপুল সম্ভাবনা রয়েছে। কিন্তু এই মাধ্যমে পরিবহণের পরিমাণ খুবই কম। কলকাতায় আসা মাত্র ২ শতাংশ লোক জনপথে পরিবহণ করে। তাই এর পরিকাঠামোগত উন্নয়নে মঙ্গলবার দিল্লিতে বিশ্ব ব্যাঙ্কের সঙ্গে চুক্তি করল ভারত সরকার ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই প্রকল্পে পশ্চিমবঙ্গের জলপথ পরিবহণে বিপুল উন্নতি হবে বলে মনে করছে ওয়াকিবহল মহল।