এই মুহূর্তে কলকাতা

শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মৈত্রী সাইকেল রেলি

কলকাতা , ৫ জানুয়ারি:- বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এক মৈত্রী সাইকেল রেলির আয়োজন করেছে। সীমান্তরক্ষী বাহিনীর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি অশ্বিনী কুমার সিং জানিয়েছেন, আগামী ১০ই জানুয়ারি ঘোজাডাঙ্গায় সীমান্তরক্ষী বাহিনীর পানিতর ক্যাম্প থেকে এই সাইকেল যাত্রা শুরু হয়ে আগামী ১৭ই মার্চ মিজোরামের সিলকোরে ক্যাম্পে গিয়ে শেষ হবে। ভারত বাংলাদেশের সম্পর্ক আরো সুদৃঢ় করতে এবং সীমান্তে পাচার, অনুপ্রবেশ ও অপরাধের ঘটনা সম্পর্কে মানুষকে সচেতন করতে এই রেলির আয়োজন করা হয়েছে।

শ্রী সিং আরো জানান, ১০ তারিখ সাইকেল যাত্রা উদ্বোধনের পর ১১ই জানুয়ারি পেট্রাপোলে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবেন। এছাড়া সাইকেল যাত্রা চলাকালীন সাইকেল আরোহীরা যেসব এলাকায় রাত্রি বাস করবেন, সেখানেও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে স্থানীয় মানুষদের আমন্ত্রণ জানানো হবে। এদিকে এক প্রশ্নের উত্তরে শ্রী সিং বলেন উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সু-সম্পর্ক বজায় রয়েছে। চোরাচালান রুখতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ অতি স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করে যৌথভাবে সীমান্ত এলাকা পাহারা দেওয়া শুরু করেছে।