এই মুহূর্তে জেলা

জমিকে চাষের উপযুক্ত করে দিতে মঙ্গলবার সকালে জমির সার্ভের কাজ শুরু সিঙ্গুরে

হুগলি , ৫ জানুয়ারি:- সিঙ্গুরে টাটা প্রজেক্টে চাষিদের জমিকে চাষের উপযুক্ত করে দিতে মঙ্গলবার সকালে জমির সার্ভের কাজ শুরু করে দিলেন রাজ্য সরকারের ইরিগেসন দপ্তরের আধিকারিকেরা। মঙ্গলবার সকালে সিঙ্গুরের টাটা প্রজেক্টের মধ্যে যে সব গ্রামের চাষিদের চাষ করতে অসুবিধা হচ্ছিল। সেইসব মৌজায় জল পরিষেবার জন্য নালা। চাষিদের চাষের জন্য জমির লেভেলের কাজ শুরু হল। মঙ্গলবার সকালের সিঙ্গুরের বিভিন্ন মৌজার চাষিদের নিয়ে রাজ্য সরকারের ইরিগেসন দপ্তরের আধিকারিকেরা জমি পরিদর্শন করেন।পরে সার্ভে করতে আসা এক আধিকারিক শামল ভট্টাচার্য ও সিঙ্গুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দুধকুমার ধারা জানান।