এই মুহূর্তে কলকাতা

বাংলা বানানের ইতিহাস বিষয়ক প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ প্রকাশিত হলো।

কলকাতা , ৫ জানুয়ারি:- বাংলাদেশের সম্ভ্রান্ত প্রকাশনা পূর্বাপর থেকে প্রকাশিত হলো তরুণ কবি, গবেষক, রামানন্দ কলেজের শিক্ষক ড.চন্দন বাঙ্গালের লেখা, বাংলা বানানের ইতিহাস বিষয়ক প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ, বাংলা বানানের ইতি-গতি ও সম্প্রতি। পূর্বাপরের আয়োজনে ঢাকার জাতীয় কবিতা পরিষদে একটি ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গ্রন্থটি প্রকাশিত হয়। আনুষ্ঠানিক উন্মোচন করেন বাংলাদেশের বিশিষ্ট ভাষাবিজ্ঞানী ও শুদ্ধতার কবি অসীম সাহা। উপস্থিত ছিলেন বিজ্ঞান কবিতার প্রবর্তক হাসনাইন সাজ্জাদী, কবি ও কথাশিল্পী আলমগীর রেজা চৌধুরী, কবি লোকমান হোসেন পোলা, প্রকাশক ও ভাষাচিন্তক জাহাঙ্গীর আলম, কবি বদরুল হায়দার, কবি শাহাদাত জয়, দিলীপ কুমার পাসীসহ একাধিক বিশিষ্ট ব‍্যক্তিত্বেরা। গ্রন্থ প্রকাশ ঘিরে উৎসাহ উদ্দীপনাও ছিলো নজর কাড়ার মতো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় দেড়শোর বেশি উৎসাহী। প্রকাশিত বইটির প্রচ্ছদ এঁকেছেন শ্রী মহাদেব। বাংলা বানানের ইতি-গতি ও সম্প্রতি গ্রন্থটিকে চন্দন উৎসর্গ করেছেন বাংলা ভাষার কিংবদন্তি গায়ক প্রতুল মুখোপাধ্যায়কে।

এই গ্রন্থে পাট্টাপত্র, দানপত্র, একরারনামা, এজহারনামা, দলিল-দস্তাবেজ থেকে শুরু করে কবিতা পাক্ষিক পর্যন্ত বাংলা বানানের বিবর্তনের রূপরেখাটিকে সুস্পষ্ট ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরেছেন ড. বাঙ্গাল। এই গ্রন্থে অনিবার্যভাবে এসেছে, কলিকাতা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমী, ঢাকা একাডেমী ইত্যাদি প্রতিষ্ঠান কেন্দ্রিক বানান চিন্তার পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর, প্রশান্তচন্দ্র মহলানবীশ, রাজশেখর বসু প্রমুখের ব‍্যক্তিগত বানান ভাবনার পাশাপাশি প্রবাসী, সবুজপত্র, প্রভৃতি পত্র-পত্রিকার বানান চিন্তার কথাও। গ্রন্থের শেষে প্রতিষ্ঠান কেন্দ্রিক বানান চিন্তার তুলনামূলক আলোচনা করে, বাংলা বানান সমস‍্যা। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর, প্রশান্তচন্দ্র মহলানবীশ, রাজশেখর বসু প্রমুখের ব‍্যক্তিগত বানানভাবনার পাশাপাশি প্রবাসী, সবুজপত্র,প্রভৃতি পত্র-পত্রিকার বানান চিন্তার কথাও। গ্রন্থের শেষে প্রতিষ্ঠান কেন্দ্রিক বানান চিন্তার তুলনামূলক আলোচনা করে, বাংলা বানানসমস‍্যা সমাধানের বেশ কিছু দিকের কথা তুলে ধরেছেন চন্দন। বাংলা বানানের ইতি-গতি ও সম্প্রতি গ্রন্থের প্রতিটি পাতায় প্রতিফলিত হয়েছে চন্দনের শ্রম, মেধা ও ইতিহাস নৈপুণ‍্য।