হুগলি , ৩ জানুয়ারি:- হুগলি জেলার সিঙ্গুর সারা ভারতের কাছে এক অন্য আন্দোলনের নাম।এই সিঙ্গুরেই টাটা প্রকল্পের বিরোধিতা করে এবং চাষীদের জমি চাষযোগ্য করে ফেরতের দাবিতে বৃহত্তর আন্দোলন করেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী তথা এখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। টানা অনশনের পথে এক অন্য আন্দোলনের ছবি দেখেছিল সিঙ্গুর তথা বাংলার মানুষ।রাজ্যে বাম সরকারের পতন ও পালাবদলের অন্যতম আন্দোলন হিসাবে পরিচিত এই সিঙ্গুরের কৃষি জমি আন্দোলন। এরপর কেটে গেছে অনেকগুলো বছর।
এখন সেই সিঙ্গুরকেই প্রধান টার্গেট করে এগোতে চাইছে রাজ্যের শাসক দল তৃণমূল ও প্রধান বিরোধী দল বিজেপি। সিঙ্গুরে বারবার ছুটে আসছে বিজেপি দলের নেতারা। বিজেপি দাবি জানাচ্ছে সিঙ্গুরে আন্দোলন হয়েছে কিন্তু এখানে না হচ্ছে সেই জমিতে চাষ আর না এখানে এসেছে অন্যকোনো শিল্প। তাই রাজ্যের বেকার সমস্যাকে হাতিয়ার করে সিঙ্গুরকেই বেছে নিচ্ছে বিজেপি নেতৃত্ব। সিঙ্গুরে সভা করে শিল্প ও টাটা প্রকল্পকে ফেরানোর কথা জানিয়েছেন মুকুল রায়, লকেট চ্যাটার্জীরা। মুকুল রায় টাটা প্রকল্প ফেরানোর জন্য স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে দরবার করবে বলেও জানিয়েছেন।
আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সিঙ্গুরে ইন্ডাস্ট্রিয়াল হাব করার কথা জানিয়েছেন। এবার সেই সিঙ্গুরের মানুষ আওয়াজ তুলছে নতুন শিল্পের দাবিতে। এদিন সিঙ্গুরের চাষীরা সিঙ্গুরে টাটা প্রকল্পকে আবার ফেরানোর দাবিতে পোস্টার হাতে নামলো চাষের জমিতে। এদিন চাষীরা জানান সিঙ্গুরে ফেরত জমিতে না হচ্ছে চাষ না হচ্ছে শিল্প ।তাই অবিলম্বে সিঙ্গুরে টাটা বা অন্য যেকোনো বড় শিল্প ফেরানোর দাবিতে পোস্টার হাতে মাঠে নামছে সিঙ্গুরের বহু চাষী। এসবের পরে আগামী বিধানসভা ভোটে সকলের চোখ যে সিঙ্গুরের দিকে থাকবে তা বলাই যায়।