এই মুহূর্তে জেলা

ঢাকঢোল পিটিয়ে বিজেপিতে যোগ দিতে না পারায় ডিগবাজি তৃণমূল নেতার।


চিরঞ্জিত ঘোষ , ৩১ ডিসেম্বর:- সাত সকালেই তৃনমূলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে ছিলেন ডানকুনি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর কৃষ্ণেন্দু মিত্র। বৃহস্পতিবার ডানকুনি মিলন সংঘের মাঠে বিজেপির জন্সভায় রাজ্য সভাপতির হাত ধরে বিজেপিতে যোগ দেবেন বলে মনস্থির করে ফেলে ছিলেন কৃষ্ণেন্দু। দলের নেতা নেত্রীর ফোন কলকে অগ্রাহ্য করেই লাল টিপ পড়ে জয় শ্রী রাম স্লোগান তুলে অনুগামীদের নিয়ে মিছিল করে হাজির হন সভাস্থলে। কিন্তু মঞ্চে ওঠার মুখে বিজেপি নেত্বত্বের সঙ্গে কৃষ্ণেন্দুর খটমট হতেই নিজেকে অপমানিত ভেবে মঞ্চে তো উঠলেনই না উলটে বিজেপিতে যোগদান না করে অনুগামীদের নিয়ে ঘরে ফিরে রাজনীতি করবেন না বলেন ডিগবাজি খান।

দলবল নিয়ে গিয়েও বিদায়ী কাউন্সিলর বিজেপিতে যোগদান করতে না পাড়ায় জেলার রাজনৈতিক মহলে আলোড়ণ শুরু হয়েছে। যদিও জেলা তৃণমূল নেতৃত্ব জানিয়েছে ২০১৫ সালের পুর নির্বাচনে কৃষ্ণেন্দু মিত্র তৃণমূল ছেড়ে দিয়ে ছিল। নির্দলে জিতে আসার পর ফের তৃণমূলে যোগ দিয়েছে। সমস্ত ক্ষমতা ভোগ করেছে। মানুষের কাছে যাদের কোনো বিশ্বাস যোগ্যতা নেই তাদের নিয়ে আমাদের কোনো ভাবনা নেই। দলে যারা আছে আমরা শুধু তাদের কথা ভাবব।