এই মুহূর্তে জেলা

হুগলী চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মচারীরা আবার সামিল আন্দোলনে।

হুগলি , ২৯ ডিসেম্বর:- হুগলী চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মচারীরা আবার সামিল আন্দোলনে। ঘটনার সূত্রপাত গত মে, জুন মাসে। অস্থায়ী পৌরকর্মচারীদের আন্দোলনে ভেঙে পড়েছিল পৌর পরিষেবা। বাইরে থেকে নেওয়া বেশ কয়েকজন অস্থায়ী কর্মীদের নিয়োগ বেআইনী এমন অভিযোগ তুলে আন্দোলনে সামিল হয় তারা। পরে পুরমন্ত্রীর নির্দেশ বাতিল হয়। মহকুমা শাসকের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়, ঠিক হয় কর্মচারীদের দৈনিক মজুরি ৩০ টাকা বৃদ্ধি করা হবে। এবং ৩ মাস পর আরও দৈনিক ৩০ টাকা হারে বেতন বৃদ্ধি করা হবে। কিন্তু নির্দিষ্ট সময় সীমা অতিক্রান্ত হয়ে গেলেও এখনও মজুরি না বৃদ্ধি হওয়ায় কর্মচারীরা আবার আন্দোলনে সামিল।

এনিয়ে গত ২৬শে ডিসেম্বর অস্থায়ী পৌর কর্মচারীরা একটি সভাও করে। সভাকে কেন্দ্র করে পৌরকর্মচারী সংগঠনের পক্ষে অভিযোগ করা হয় শহরের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা দীর্ঘদিন ধরে বেআইনি ভাবে কাজ না করে বেতন পাচ্ছে। বেআইনি ভাবে পুরসভার কর্মীদের বসিয়ে রেখে কাজ করানো হচ্ছে আরোগ্য নামের সেই স্বেচ্ছাসেবী সংস্থাকে দিয়ে। ঘটনার জেরে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য রা আন্দোলনরত এক কর্মীর বাড়িতে চড়াও হয় বলেও অভিযোগ। মঙ্গলবার এনিয়ে হুগলী কারবালা মোড়ে বিক্ষোভ করে অস্থায়ী কর্মচারীরা। যদিও এবিষয়ে পুর প্রশাসক গোরীকান্ত মুখার্জির দাবী এনিয়ে তার কাছে কোনও অভিযোগ আসেনি।