হুগলি , ২৫ ডিসেম্বর:- রিষড়া শহর জুড়ে বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে দাদার অনুগামী পোস্টার পোস্টারে ছেয়ে গেল। এদিন সকালে দেখা যায় শুভেন্দুর ছবি দিয়ে দাদার অনুগামী পোস্টার পড়েছে রিষড়া শহরের বিভিন্ন জায়গায়। হটাৎ করে রিষড়ায় দাদার অনুগামী পোস্টার পড়ায় এবার এখানেও রাজনীতির নতুন সমীকরণ দেখছে রাজনৈতিক মহল। রিষড়ার দাসপাড়া, নবীন পল্লী সহ বেশকিছু এলাকায় এই পোস্টার চোখে পড়ে। দেওয়ালের উপর শুভেন্দুর ছবি দিয়ে পোস্টার পড়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। পোস্টারে লেখা রয়েছে দাদা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি।
তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিষয়টি সেভাবে গুরুত্ব দিচ্ছে না। তারা জানায় কেউ বা কারা বাজার গরম করতে এসব করছে। রিষড়া পৌরসভার কো-অর্ডিনেটার মনোজ গোস্বামি জানান তৃণমূল কারোর ব্যক্তিগত দল নয়, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ই শেষ কথা। আমাদের দলে কোনো দাদার অনুগামী নেই। আর উনি তো বিজেপিতে চলেই গেছে, তবে এর অনুগামী কিসের। কিছু স্বার্থান্বেষী মানুষ আছে যারা রাতের অন্ধকারে এইসব জিনিস করে বেড়াচ্ছে। এটা নিয়ে আমাদের কোনো চিন্তার কারণ নেই।