এই মুহূর্তে জেলা

২৫ ডিসেম্বর , ২৫ ফুটের কেক ( সবচেয়ে বড়ো কেক ) বিলি করা হলো প্রায় এক হাজার শিশুকে।


হাওড়া , ২৫ ডিসেম্বর:- ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে ২৫ ফুটের বিশালাকায় কেক বানানো হয় হাওড়ায়। সেই কেক আজ বড়দিনে প্রায় এক হাজারেরও বেশি শিশুদের মধ্যে বিতরণ করা হলো। হাওড়া দাশনগরের আলামোহন দাস চিলড্রেন্স পার্কে এই অভিনব অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তৃণমূল নেতা প্রাক্তন মেয়র পারিষদ সদস্য বিভাস হাজরা। উদ্যোক্তাদের দাবি, এত বড়ো ক্রিস্টমাস কেক এই প্রথম। আজ বড়দিনে ওই ২৫ ফুটের কেক শিশুদের মধ্যে বিতরণ করা হয়। দীর্ঘ লকডাউনে যখন মানুষ ঘরবন্দি ছিল তখন শিশুরাও ঘরে বন্দি ছিল।

এখনও স্কুল খোলেনি। ফলে ছোট ছোট শিশুরা এখনও সেইভাবে ঘর থেকে বেরোতে পারেনি। তাই শিশুদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ। প্রতিবছরই বড়দিনে আলামোহন দাস চিলড্রেনস পার্কে কেক কাটা উদযাপন হয়। তবে এই বছরে বিষয়টি একটু আলাদা। এই কেকের অর্ডার দেওয়া হয়েছিল লিলুয়ার এক বেকারিকে। এই কেক আজ শিশুদের মধ্যে বিতরণ করা হয়। এদিন বড়দিন উপলক্ষে সাজানো হয়েছিল চিলড্রেনস পার্ক। অভিভাবকদেরও এই খুশির উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছিল।