হুগলি , ২৪ ডিসেম্বর:- বিধানসভা ভোটের আগে হুগলি জেলার সিঙ্গুর নিয়ে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর। তাৎপর্যপূর্ণভাবে মুখ্যমন্ত্রীর এদিন বড় ঘোষণা ছিল সিঙ্গুর নিয়ে। যেখানে মমতা ব্যানার্জী বলেন সিঙ্গুরে আমরা চাষীদের জমি ফেরত দিয়েছি। এখন মাসে দুহাজার বা আড়াই হাজার টাকা দি, সঙ্গে বিনা পয়সায় চাল দেওয়া হয়।সিঙ্গুরে কৃষি নির্ভর শিল্প হতেই পারে। কোভিড পরিস্থিতিতে সবাই ব্যস্ত ছিল। এই সময় বিনিয়োগ কম হয়েছে। এটা নিয়ে সমস্যা রয়েছে সব জায়গায়। এদিন মুখ্যমন্ত্রী সিঙ্গুর নিয়ে আরো বলেন সিঙ্গুরে একটা এগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করছি। যেহেতু সিঙ্গুরের ফসল খুব সুজলা সুফলা শস্য শ্যামলা, যাতে সেখানে উৎপাদন বাড়ে, নানারকম বীজ তৈরি করতে পারে, নানারকম খাদ্য প্রক্রিয়াকরণ করতে পারে, তার ব্যবস্থা করা হচ্ছে। সিঙ্গুর নিয়ে মুখ্যমন্ত্রী আরো বলেন সিঙ্গুর রেল স্টেশন ও ট্রমা সেন্টারের কাছে ১১ একর জমিতে এটা গড়ে তুলবে শিল্প উন্নয়ন বোর্ড।
বাউন্ডারি ওয়াল দেওয়া শুরু হয়েছে। ইচ্ছুক শিল্পপতিদের কাছে জমির জন্য আবেদন চাওয়া হচ্ছে। ১০ কাঠা থেকে ৩০ কাঠা পর্যন্ত নানা সাইজের প্লট দেওয়া হবে ।শিল্পপতিদের ইচ্ছা অনুযায়ী ডেভলপ করে জমি দিতে পারি বা যে অবস্থায় জমি আছে সেই অবস্থায় দেওয়া হতে পারে।। এদিন মুখ্যমন্ত্রী সিঙ্গুর নিয়ে এই বড় ঘোষণার পরে খুশির হওয়া সিঙ্গুরের চাষীদের মনে। সিঙ্গুরের চাষীরা এদিন জানান তারা জমি বিক্রি করতে চেয়েও এতদিন করতে পারছিলেন না ,কিন্তু এখন তা করতে পারবে। দরকারে যদি জমি বিক্রি না করতে পারে তাহলে সেই সম্পত্তির আর কি দাম রইলো। এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তি ফিরলো সিঙ্গুরের চাষীদের মনে। যেখানে এখন বাংলার প্রধান বিরোধী দল বিজেপি বার বার সিঙ্গুর নিয়ে রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ শানাচ্ছিলো সেই সময় দাঁড়িয়ে সিঙ্গুর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর এদিন ঘোষণা খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।