কলকাতা ,২১ ডিসেম্বর:- সপ্তাহান্তে দু’দিনের বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাঁর উপস্থিতিতে বিজেপি–তে যোগ দিয়েছেন একাধিক হেভিওয়েট প্রাক্তন তৃণমূল নেতা। তার পরেই চাপা গুঞ্জন রাজ্য রাজনীতিতে। বিরোধীরা আঙুল তুলছেন, আসন্ন ভোটে তৃণমূল হারতে পারে। এবার এসব জল্পনাতেই জল ঢাললেন ভোটগুরু প্রশান্ত কিশোর।এদিন টুইটারে বাজি ধরলেন। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি দুই অঙ্কের বেশি সংখ্যক আসনে জিততে হিমসিম খাবে। আর তা না হলে তিনি চিরতরে এই পেশা থেকে বিদায় নেবেন।বিধানসভা নির্বাচনে প্রচারের দায়িত্ব প্রশান্ত কিশোরের সংস্থার ওপরেই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
গত বছর থেকেই কাজ করে চলেছেন প্রশান্তের সংস্থা। রাজ্য রাজনীতিতে টালমাটাল অবস্থা হলে তাদের দিকে আঙুলও উঠেছে। এবার টুইটারে সংবাদ মাধ্যমকে একটু খোঁচা দিয়েই প্রশান্ত লিখলেন, ‘সংবাদ মাধ্যমের একাংশ যে হাওয়া তুলছে, বাস্তবে বিজেপি পশ্চিমবঙ্গে দু’অঙ্কের আসন পেতে হাবুডুবু খাবে। দয়া করে টুইট সেভ করে রাখুন, বিজেপি এর থেকে ভালো ফল করলে পেশা ছেড়ে দেব।’ এর পরেই কৈলাস বিজয়বর্গীয়র খোঁচা, ‘বাংলায় এই বিজেপি সুনামির পর সরকার গড়া হলে আমরা দেখব, দেশ এক জন পোল স্ট্র্যাটেজিস্টকে হারাবে।’








