সুদীপ দাস ,১৮ ডিসেম্বর:- ব্যান্ডেলে একটি বেসরকারী অর্থলগ্নী সংস্থায় ডাকাতির ছক বানচাল করে নয় দুষ্কৃতিকে গ্রেপ্তার করলো চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ। ধৃত চারজনের কাছ থেকে প্রচুর মাদকের পাশাপাশি ৭ টি আগ্নেয়াস্ত্র ও ৪৭ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার ৯ জনকেই চুঁচুড়া আদালতে তোলা হলে মহামান্য আদালত ন’জনকেই ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। শুক্রবার দুষ্কৃতিদের সামনে রেখে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করে চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার ডঃ হুমায়ুন কবীর। কমিশনার বলেন ডাকাতির মাষ্টার মাইন্ড মহঃ নাসিম (২৮)। নাসিম আদতে কোলকাতার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে সে ব্যান্ডেল এলাকাতেই থাকতো।
ব্যান্ডেল পূর্ব নলডাঙ্গার আর এক দুষ্কৃতির নাম ইশ্বর হরিজন (৩৪)। বাকি সাত জনের মধ্যে সুরজ প্রসাদ ও যুবরাজ ডানকুনি থানা, মনু কুমার ও আমন সিং উত্তরপাড়া থানা এবং ব্রিজেশ যাদব, ইজাজ খান ও বিকাশ কুমার ওরফে ছোটু কুমার চন্দননগর থানা এলাকার বাসিন্দা। এরা হুগলির বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থেকে মূলতঃ বেআইনি মাদকজাত দ্রব্যের কারবারের সাথে যুক্ত ছিলো। পাশাপাশি রাজ্যের অন্যান্য জায়গায় এদের বিরুদ্ধে ডাকাতিরও অভিযোগ রয়েছে। চন্দননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ জানতে পারে মহঃ নাসিমের করা ডাকাতির ব্যান্ডেলে ছক। এরপর পুলিশ প্রথমে মহঃ নাসিম ও ইশ্বর হরিজনকে ধরে ফেলার পর জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাকি সাতজনও পুলিশের জালে ধরা পরে।