চিরঞ্জিত ঘোষ ,১৭ ডিসেম্বর:- গতকালই বেসুরো হয়েছিলেন, ২৪ঘন্টার মধ্যেই দাদার পথেই হাটলেন তাঁর অনুগামী। ডানকুনি পুরসভার প্রাক্তন উপপুরপ্রধান তথা বর্তমান প্রশাসক বোর্ডের সদস্য দেবাশীষ চক্রবর্তী পুরসভার পদ ছাড়ার পাশাপাশি তৃণমূলের সাথে সমস্তরকম সম্পর্ক ছিন্ন করলেন। একদা কংগ্রেসে থাকা দেবাশীষবাবু ৯৮সালে তৃণমূলের জন্মলগ্ন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন।
২০১৫ সালের পুরভোটে জিতে তিনি ডানকুনি পুরসভার উপপুরপ্রধানের পদে আসীন হন। দিদির সাথে থাকলেও তিনি বরাবরই দাদা(শুভেন্দু অধিকারী)-র অনুগামী বলে পরিচিত। তাই সম্প্রতি শুভেন্দুর সাথে তৃণমূলের কোন্দল শুরু হওয়ার পর থেকেই দেবাশীষবাবুও দলের সাথে দূরত্ব বাড়ানো শুরু করেন। গতকাল সরাসরি শুভেন্দু অধিকারীর সাথে থাকার কথা স্বীকার করেন তিনি। আর আজ সেইমত তৃণমূলের সাথে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করলেন তিনি। এদিন তিনি বলেন যতদিন সন্মান পেয়েছি ততদিন তৃণমূলে ছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে সন্মানহানি হচ্ছে তাই দল ছাড়লাম।