এই মুহূর্তে জেলা

এয়ার হোস্টেস তরুণীর দুর্ঘটনায় মৃত্যু। বেলুড়ে শোকের ছায়া।

হাওড়া , ১৬ ডিসেম্বর:- পথ দুর্ঘটনায় মৃত্যু হল বেলুড়ের বাসিন্দা এক এয়ার হোস্টেসের। মৃতা তরুণীর নাম ঋত্বিকা মজুমদার ( ২০ )। মঙ্গলবার রাতে কলকাতা থেকে স্কুটিতে চেপে বাড়ি ফিরছিলেন তিনি। স্কুটি চালাচ্ছিলেন তারই বন্ধু। দ্বিতীয় হুগলি সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি থেকে ছিটকে পড়ে যান দুজনে। পিছন থেকে একটি গাড়ি এসে ধাক্কা মারে ঋত্বিকাকে। দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার ভোরে মৃত্যু হয় ঋত্বিকার। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে বেলুড়ে ঋত্বিকার বাড়িতে। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ বন্ধু দেবাদিত্যের স্কুটির পিছনে বসে বাড়ি ফিরছিলেন ঋত্বিকা। হেস্টিংসের কাছে স্কুটিটি স্কিড করে রাস্তায় ছিটকে পড়েন এরা।

সে সময় পিছন দিক থেকে আসা একটি গাড়ি ঋত্বিকার পায়ের উপর দিয়ে চলে যায়। ঘটনায় গুরুতর জখম হন তিনি। দুজনকেই এরপর উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাওড়ার আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে বুধবার ভোরে মৃত্যু হয় পেশায় এয়ার হোস্টেস ঋত্বিকার। হাওড়ার চ্যাটার্জি হাটের বাসিন্দা দেবাদিত্য এখনও ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। বেলুড়ের রাসবাড়ি এলাকার জিটি রোডে ঋত্বিকাদের পরিবার তিনতলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন। বাবা মায়ের একমাত্র মেয়ে ঋত্বিকা দেড় বছর আগে ইন্ডিগো এয়ারলাইনসে এয়ার হোস্টেসের চাকরিতে যোগ দেন। লকডাউনের কারণে উড়ান বন্ধ থাকায় গত ৬ মাস তাঁর সাময়িক কাজ ছিল না। তবে ফের কাজে যোগ দেওয়ার কথাবার্তা চলছিল। মঙ্গলবার দুপুরে বন্ধু দেবাদিত্যর সঙ্গে কেনাকাটার উদ্দেশ্যে পার্ক স্ট্রিট এলাকায় যান ঋত্বিকা। রাতে দুর্ঘটনাটি ঘটে।