হুগলি , ১৬ ডিসেম্বর:- পড়তে যাওয়ার পথে ১৪ বছরের এক কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষনের অভিযোগে আটক তৃণমূল নেতার ছেলে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পোলবা থানার এলাকায়। ধৃতের নাম সুমন সাঁতরা। সুমনের বাবা বরুন সাঁতরা স্থানীয় তৃণমূল নেতা বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যার পর। পোলবার গোটু বাজার এলাকায় মামার বাড়িতে থেকেই পড়াশুনা করে ৭ম শ্রেনীর ওই ছাত্রী। সোমবার সন্ধ্যায় মামা বাড়ি থেকে গৃহশিক্ষকের কাছে পড়ার জন্য বের হয়। অভিযোগ পথেই সুমন সাঁতরা তার দলবল নিয়ে কিশোরীকে বলপূর্বক একটি বাগানে তুলে নিয়ে যায়। সেখানেই সুমন তাঁকে ধর্ষন করে বলে অভিযোগ।
সেই রাতে কিশোরী বাড়িতে কিছু না বললেও পরের দিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সে সব খুলে বলে। অভিযোগ গতকাল স্থানীয় তৃণমূল নেতারা বাড়িতেই বিষয়টির মীমাংসা করতে চায়। মীমাংসা না হওয়ায় আজ পোলবা থানায় সুমনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে কিশোরীর পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই সুমনকে আটক করে পোলবা থানার পুলিশ। পাশাপাশি আজ চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ওই কিশোরীর শারিরীক পরীক্ষা করানো হয়। যদিও এবিষয়ে স্থানীয় তৃণমূল নেতাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।