কলকাতা , ১৫ ডিসেম্বর:- আগামী মার্চ মাসে কলকাতা পুরসভার নির্বাচন করতে চেয়ে রাজ্য সরকার আজ রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দেড় মাস বাদে নির্বাচন করানো হোক বলে রাজ্যের চিঠিতে প্রস্তাব দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। কমিশন রাজ্যের এই প্রস্তাব আগামীকাল সুপ্রীম কোর্টে হলফনামা আকারে জমা দেবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য ১৫ জানুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। কলকাতা সহ রাজ্যের একাধিক পুরবোর্ডের মেয়াদ উত্তীর্ণ ৷ বর্তমানে প্রশাসক বোর্ড বসিয়ে চলছে পুরসভার কাজ৷ নির্বাচন ছাড়া প্রশাসক বসিয়ে অবৈধভাবে শাসক দল নিজের দখলে পুরবোর্ডকে রাখছেন, এই অভিযোগে একটি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে৷ কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডকে বৈধ বলে কলকাতা হাইকোর্ট রায় দেওয়ার পর, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দাখিল হয়।
সেই মামলায় গত শুনানিতেই দেশের শীর্ষ আদালত রাজ্য নির্বাচন কমিশনকে রাজ্যে ভোট করার মতো বর্তমানে পরিস্থিতি আছে কি না, তা জানানোর নির্দেশ দিয়েছিল। সেই মামলার পরবর্তী শুনানিতেই রাজ্যের সিদ্ধান্তের কথা শীর্ষ আদালতকে জানাবে কমিশন৷ এর আগে করোনা সংক্রমণের আবহে ভোটের মতো পরিস্থিতি নেই বলে জানিয়েছিল রাজ্৷ কমিশন সূত্রে খবর, ১৫ জানুয়ারি ভোটার তালিকা প্রকাশ করা হবে ৷ সেই তালিকা নির্বাচন উপযোগী করতে এবং নির্বাচনের সমস্ত প্রস্ততি নিতে ১ থেকে দেড় মাস সময় লাগবে ৷ সেক্ষেত্রে মার্চের শেষে রাজ্যে পুরভোটের আয়োজন করা অসম্ভব কিছু নয় ৷ ফলে বিধানসভার কুরুক্ষেত্রের আগেই পুরযুদ্ধে নামতে চলেছে রাজ্য ৷ বাংলার মসনদে পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, সেই উত্তর পাওয়ার আগেই রাজ্যের আগামীর ইঙ্গিত দেবে পুরভোটের ফলাফল ৷