এই মুহূর্তে খেলাধুলা

মঙ্গলবার অপরাজেয় হায়দরাবাদ এফসি–র বিরুদ্ধে ঘুরে দাড়ানোর লড়াই ঈস্টবেঙ্গলের।

প্রসেনজিৎ মাহাতো , ১৪ ডিসেম্বর:- চার ম্যাচ হয়ে গেলেও জয় অধরা। হারের হ্যাটট্রিকের পর গত ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে এক পয়েন্ট। কিন্তু জয় না পেলে সমর্থকদের মন কি আর ভরে। আজ, মঙ্গলবার চার ম্যাচে অপরাজেয় হায়দরাবাদ এফসি–র বিরুদ্ধে নামছেন পিলকিংটন, মাঘোমারা। নিজামের শহরের দল আবার গত ম্যাচে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ড্র করে আত্মবিশ্বাসে ফুটছে। অন্যদিকে, জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী ফাউলার। বলেন, ‘আমার ছেলেরা আগের থেকে অনেক বেশি ফিট। ভাল সময় আসছে।’ হায়দরাবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া লাল–হলুদ। ফাউলারের কথায়,‘আমার দলের ছেলেরা প্রত্যেকে একেকজন যোদ্ধা। গত ম্যাচে তা প্রমাণ করেছে।

এই দলের একতা অসাধারণ। যোদ্ধায় ভরা দল।’ বিপক্ষ দলের অন্যতম অস্ত্র আরিদানে সান্তানা আজ চোট সারিয়ে দলে ঢুকতে পারেন। বিপক্ষকে নিয়ে ফাউলার বলেন, ‘ওর বেশ কয়েকটা ম্যাচে ভাল খেলেছে। তবে এটা আমাদের কাছে একটা নতুন বিরাট চ্যালেঞ্জ। আমার মনে হয়, ওদের কোচও একই কথা বলবে। ওদের কাছেও এটা চ্যালেঞ্জ। লিগে আমরা দেখেছি, কোনও দলই ছোট নয়। সব দলই একে অপরকে হারানোর ক্ষমতা রাখে।’ হায়দরাবাদ কোচ ম্যানুয়েল মার্কুয়েজ আবার আজকের ম্যাচে নামার আগে কোনও চাপ নিচ্ছেন না। বলেন, ‘ইস্টবেঙ্গের পয়েন্ট টেবিলে সবার নীচে রয়েছে। তাই চাপ ওদের উপর।”