এই মুহূর্তে কলকাতা

রাজীব, শুভেন্দুর নামে পোস্টার ব্যানার ছিঁড়ে হাওড়ার রাস্তায়। চাঞ্চল্য।

হাওড়া ,১৩ ডিসেম্বর:- রাজীব বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর নামে পোস্টার নিয়ে গত কয়েকদিন ধরেই হাওড়ায় রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। এবার সেই পোস্টার ব্যানার রাস্তায় ছেঁড়া অবস্থায় পড়ে থাকতে দেখা গেল। হাওড়ার বেলেপোল, কোনা এক্সপ্রেসওয়ের বিভিন্ন জায়গায় রবিবার সকালে সেই পোস্টার ছিঁড়ে পড়ে থাকতে দেখা গেল। কোথাও বা পোস্টার টাঙানো থাকলেও ছবিটা ছিঁড়ে দেওয়া হয়েছে। কোথাও বা উল্টে পড়ে আছে পোস্টার ব্যানারগুলি। এমনকি, হাওড়ার গড়ফাতেও ছবি সহ পোস্টার নিচে পড়ে থাকতে দেখা গেছে।

কে বা কারা এই ঘটনায় যুক্ত তা অবশ্য জানা যায়নি। উল্লেখ্য, এদিনই বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার দেখা গিয়েছিল বিভিন্ন এলাকায়। বেলুড় চাঁদমারী ই.এস.আই হাসপাতাল, চাঁদমারী বাজার, নিসকো হাউজিং, ১২নং পোল, কুমিল্লাপাড়া, লোকনাথ মন্দির অটোস্ট্যান্ড, আনন্দনগর খালধার, জয়পুর মোড়, নিশ্চিন্দা থানা মোড়, বালিহল্ট মোড় সহ বিভিন্ন জায়গায় এই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পোস্টারের নিচে লেখা আমরা রাজীব পরিবার। অন্যদিকে, এদিনই পোস্টার ছিঁড়ে রাস্তায় পড়ে থাকতেও দেখা গেল।