এই মুহূর্তে জেলা

সুকনায় জনসভা করল বিনয় তামাং ও অনিত থাপা।

শিলিগুড়ি, ১৩ ডিসেম্বর:- কার্শিয়াংএ পর এদিন শিলিগুড়ির অদূরে সুকনায় জনসভা করল বিনয় তামাং ও অনিত থাপা। কার্শিয়াং এ রোশন গিরীর জনসভার পরেই জনসভার ডাক দেয় অনিত থাপা। এবং সেদিনই জানানো হয় শিলিগুড়িতে জনসভার ডাক দিচ্ছে বিনয় শিবির। এরপর এদিন সুকনাতে বিনয়-অনিত জনসভা করলেন। তবে এদিনের জনসভা বিনয়পন্থি কর্মী সমর্থক ছিল দেখার মতো। এবং জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিনয় তামাং বলেন যে গোটা উত্তরবঙ্গে শান্তি ও প্রশান্তি আছে এখানে রাজনৈতিক সংস্কৃতি আছে। তাই আমরা এখানে এটাই বজাই রাখতে চাই। এর পাশাপাশি তিনি আরও বলেন যে এখানকার মানুষের সাথে বিচার হয়নি তাদের বিচার হওয়া দরকার। এবং বিমল গুরুং প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি সাফ বলেন যে বিমল গুরুং ও রোশন গিরি আমার সিলেবাসের বাইরে।