কলকাতা , ১৩ ডিসেম্বর:- গতকালের তুলনায় আরও কিছুটা কমে গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে নতুন করে দুই হাজার ৫৮০ জন করনায় সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট ৫ লাখ ২১ হাজার ৭৯৫ জন এই রোগে সংক্রমিত হলেন। তার মধ্যে ৪ লাখ ৯০ হাজার ১৬৫ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় ২ হাজার ৯৯৪ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন বলে আজ স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার ৯৩ দশমিক ৯৪ শতাংশে পৌঁছেছে। এই সময়ে আরও ৪৭ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।
এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ১২ এবং কলকাতার বিভিন্ন হাসপাতালে ১১ জন মারা গিয়েছেন। ফলে এই নিয়ে রাজ্যে করণা আক্রান্তের মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৯ হাজার ৫৭ জন। যার মধ্যে ২ হাজার ৭৮২ জন কলকাতা ও দুই হাজার ১৫৪ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা।বর্তমানে ২২ হাজার ৫৭৩ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় ৪১ হাজার ২১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৬৪ লাখ ২৩ হাজার ৪৯৬ জনের নমুনা পরীক্ষা করা হলো।