এই মুহূর্তে জেলা

করোনা আবহে লক ডাউনের পর কোন্নগরে প্রথম বইমেলার উদ্বোধন করলেন পুলিশ কমিশনার


হুগলি , ১১ ডিসেম্বর:- করোনা আবহে লক ডাউনের পরে হুগলি জেলায় প্রথম আয়োজিত হলো কোনো মেলা। হুগলি জেলার কোন্নগরের কালিতলা মাঠে শুরু হলো কোন্নগর বইমেলা ও পুষ্পপ্রদর্শনী। শুক্রবার প্রদীপ প্রজ্জ্বলন করে বইমেলার উদ্বোধন করেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার তথা বিশিষ্ট লেখক ডক্টর হুমায়ুন কবির। কোন্নগর পুরসভার উদ্যোগে কোন্নগর বইমেলা ১৪ বছরে পদার্পন করলো। এদিন পুলিশ কমিশনার ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক প্রবীর ঘোষাল,আইজি ট্রাফিক ডক্টর তন্ময় রায়চৌধুরী,পুরপ্রশাসক বাপ্পাদিত্য চ্যাটার্জী সহ বিশিষ্ট মানুষরা। করোনা বিধি মেনে কোন্নগর পুরসভার উদ্যোগে প্রথম মেলা অনুষ্ঠিত হলো কোন্নগরে। এদিন বইমেলা থেকে ইন্টারনেটের যুগেও মানুষকে আরো বেশি করে বই পড়ার বার্তা দেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার তথা বিশিষ্ট লেখক ডক্টর হুমায়ুন কবীর।