এই মুহূর্তে জেলা

শ্রীরামপুরে মহিলা বারডান্সারকে অপহরণের ঘটনায় অভিযুক্ত দম্পতীকে গ্রেপ্তার করল পুলিশ।


হুগলি , ৯ ডিসেম্বর:- শ্রীরামপুরে মহিলা বারডান্সার কে অপহরণের ঘটনায় অভিযুক্ত দম্পতীকে গ্রেপ্তার করল শ্রীরামপুর থানার পুলিশ। বুধবার বিকেলে অপহৃত মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই দম্পতীকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে ধৃতরা হল জয় চক্রবর্তী ও তার স্ত্রী উশ্রী রায় চক্রবর্তী। বাড়ি শ্রীরামপুর থানার ঝিল বাগানে। নিজেকে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী পরিচয় দিলেও করোনা কালে ধৃতের চাকরি যায়। দম্পতীর বাড়িতে তল্লাসি চালিয়ে পুলিশ একটি নকল আগ্নেয়াস্ত্র, তিনটে মোবাইল, একটি হাতকড়া ও একটি এনজিওর আইকার্ড উদ্ধার করে। ধৃতদের বৃহস্পতিবার আদালতে তোলা হবে। অভিযোগকারী পুলিশের কাছে দাবি করেছে অভিযুক্ত দম্পতী তাকে শ্রীরামপুরের কালীতলায় একটি আবাসনে নিয়ে যায়।

সেখানে তাকে সিবিআই কর্মী পরিচয় দিয়ে ভয় দেখায়। মোবাইল থেকে ব্যাঙ্কের তথ্য নেওয়ার চেষ্টা করে। এরপর মদ্যপান করিয়ে তার শ্লীলতাহানি করে।ভোরবেলা তাকে মোটর সাইকেলে চাপিয়ে হাইওয়েতে নিয়ে গিয়ে সর্বস্ব হাতিয়ে নেওয়ার মতলব করে। কিন্তু সে চিৎকার করে মোটর সাইকেল থেকে ঝাঁপ দিতেই লোকজন জরো হতেই ধৃতদের পরিকল্পনা ভেস্তে যায়। ডিসিপি শ্রীরামপুর সায়ক দাস বলেন, ওই মহিলার অভিযোগের ভিত্তিতে দম্পতী কে গ্রেপ্তার করা হয়েছে। তবে ওই মহিলা দম্পতীর পূর্ব পরিচিত কী না সেটা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পিছনে বিকৃত যৌনাচার কিংবা সেক্স র‍্যাকেট কাজ করছে কী না সেটাও খতিয়ে দেখা হচ্ছে।