হাওড়া, ৯ ডিসেম্বর:- তিনি দুই পয়সার সাংবাদিক। কিন্তু তারই মানবিকতায় সুস্থতার পথে ক্যান্সার আক্রান্ত এক রোগিণী। হাওড়া জেলায় কর্মরত টিভি চ্যানেলের সাংবাদিক দেবাশিস চক্রবর্তীর এই কাজের সাধুবাদ জানিয়েছেন সবাই। সোস্যাল মিডিয়ায় বিষয়টি প্রশংসা কুড়িয়েছে। দেবাশিস জানান, মঙ্গলবার ভারত বনধের দিন সকালে ৬টা নাগাদ তিনিও খবর কভার করতে বেরিয়েছিলেন। রাস্তাতেই বেজে উঠেছিল ফোন। ফোনের অন্য প্রান্তে পরিচিত এক বোনের কাতর আর্তি দাদা একটা বি-পজিটিভ রক্ত লাগবে। জোগাড় করে দিতেই হবে বনধের দিন রক্ত কোথায় মিলবে সেই চিন্তা করে দেবাশিস কিছু না ভেবে বলে দেন প্রয়োজনে রক্ত তিনি দেবেন।
এরপর কথামতো সাড়ে এগারোটার সময় দেবাশিস পৌঁছে যান হাওড়ার আন্দুল রোডের নারায়ণা হাসপাতালে। জানতে পারেন এক মাঝ বয়সী ক্যান্সার রোগে আক্রান্ত মহিলার প্লেটলেটের প্রয়োজন। এরপর দুপুর ১২টা থেকে শুরু হয় নানা পরীক্ষা নিরীক্ষা। তাতে সবুজ সঙ্কেত মেলার পর এরপর বিকাল সাড়ে চারটের সময় শুরু হয় প্লেটলেট সংগ্রহের কাজ। দেবাশিস বলেন, “প্রায় ১ ঘন্টারও বেশি সময় ধরে চলে সেই প্রক্রিয়া। প্লেটলেট পেয়ে অনেকটাই স্বস্তি পান রোগিণীর পরিবার। এখন ওই রোগিণী সুস্থ হয়ে ঘরে ফিরলেই আমার প্রচেষ্টা সার্থক হবে।”