এই মুহূর্তে কলকাতা

ভারত বনধে কলকাতা ও লাগোয়া শহরতলিতে মিশ্র প্রভাব পড়েছে।

কলকাতা,৮ ডিসেম্বর:- কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক সংগঠগুলির ডাকা ভারত বনধে কলকাতা ও লাগোয়া শহরতলিতে মিশ্র প্রভাব পড়েছে। বিচ্ছিন্ন কিছু অশান্তির ঘটনাও ঘটেছে। তবে প্রশাসনের সক্রিয়তার কারণে অধিকাংশ যায়গাতেই দোকানপাট অফিস কাছারি ছিল খোলা। বনধের মিশ্র প্রভাব পড়লেও শহরে যান চলাচল ছিল স্বাভাবিক।সকাল থেকে দফায় দফায় বনধ সমর্থকরা কলকাতার বিভিন্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। কলকাতার এন্টালি মার্কেট থেকে রাজা বাজার পর্যন্ত বিমান বসুর নেতৃত্বে বামফ্রন্ট বনধের সমর্থনে মিছিল বার করেঅন্যদিকে, শিযালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে এসইউসিআই। কলকাতা বিমমান বন্দরেও ভারত বনধের প্রভাব পড়েছে। বিমানবন্দর চত্্বর এদিন কার্যত ফাঁকা ছিল। ওই এলাকার বিভিন্ন রাস্তায় বনধ সমর্থনকারীরা বিক্ষোভ দেখান। বেশ কয়েকটি জায়গায় অবরোধও করা হয়।

বামফ্রন্টটের তরফে যাদবপুর বাসস্ট্যান্ডে বিক্ষোভ দেখানো হয়। যাদবপুরে রেল অবরোধও চলে। বন্ধ সমর্থকরা শ্যামবাজার পাঁচমাথার মোড়ে জমায়েত করে বনধ সমর্থনকারীরা। শহরের কয়েকটি জায়গায় সরকারি বাস আস আটকে বিক্ষোভ দেখায় দেখানো হয়। বউবাজারে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মোড়ের সামনে বিক্ষোভ দেখানো হয়। কৃষকদের ডাকা ধর্মঘটের সমর্থনে লেকটাউন, বাঙুর যশোর রোড অবরোধ করা হয়। ধর্মতলা চত্বরে মিনি বাস পরিষেবা স্বাভাবিক থাকলেও যাত্রী সংখ্যা ছিল অনেকটা কম। বউবাজারে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মোড়ের সামনে বিক্ষোভ দেখানো হয়। কৃষকদের ডাকা ধর্মঘটের সমর্থনে লেকটাউন, বাঙুর যশোর রোড অবরোধ করা হয়। ধর্মতলা চত্বরে মিনি বাস পরিষেবা স্বাভাবিক থাকলেও যাত্রী সংখ্যা ছিল অনেকটা কম।