এই মুহূর্তে কলকাতা

খাদ্যশস্যের যোগান অক্ষুন্য রাখতে রাজ্য সরকারের নতুন কর্মসূচি।

কলকাতা ,৮ ডিসেম্বর:- গণবণ্টন ব্যবস্থায় খাদ্যশস্যের যোগান অক্ষুন্য রাখতে রাজ্য সরকার খারিফ মরসুমে কৃষকদের কাছ তখে শস্য সংগ্রহের এক নতুন কর্মসূচি হাাতে নিয়েছে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, ওই প্রকল্পে ৩০ লক্ষ কৃষকের নাম নথীভুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তিনি বলেন, গণবণ্টন ব্যবস্থায় চালের সরবরাহে যাতে ঘাটতি না থাকে সেজন্য কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের লক্ষ্য নেওয়া হয়েছে। চলতি মাসের শেষ থেকেই আমরা ধান সংগ্রহ শুরু হবে।

খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে সরকার কৃষক প্রতি প্রায় ৪৫ কুইন্টাল ধান সংগ্রহের পরিকল্পনা করছে। গত বছর কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি ১৮৬৮ টাকা সহায়ক মূল্যে সর্বোচ্চ ৯০ কুইন্টাল ধান সংগ্রহ করা হয়েছি্ল। কৃষকরা যাতে মজুতদার বা আড়তদারদের কাছে ধান বিক্রি না করে সরাসরি সরকারকে ধান দেয় সে ব্যাপারে নজর রাখতে একটি বিশেষ নজরদারি কমিটি গড়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।